অপ্রসন্ন প্রহর
--------------
অধুনা কবিতারা অধরা প্রণয়নী,
শব্দরা তার লাবনী আড়াল-করা
অজানা অভিমানে। না দেয় ধরা,
না পাই খুঁজে বনে মনে।কষ্টে আড়ষ্ট
প্রহর, বিরহে বাসনা বিষন্ন কাতর।
নিঃসঙ্গ দিবসের তাপিত নিঃশ্বাস,
বিরহিনী নিশির নিরুত্তাপ স্নিগ্ধ
সোহাগে প্রাতে ঘাসের বুকে
অমলা শিশির।
প্রেম বুঝি এমনই হয়!
কষ্টের অশ্রুতে ফুটায়
হাসির বিস্ময় ।
---*---