বড় কে
--------
ক্ষমতার একচ্ছত্র অধিপতি যারা,
হুমকি ধমকিতে তারা পারঙ্গম অতি,
লজ্জাহীনতা তাদের অমূল্য ভূষণ,
মতিগতিতে তারা উড়নচন্ডী সর্বত্র
সতত। জনতার ধিক্কারে তারা
অনড় অবিচল, তাতে ভ্রুক্ষেপ
নেই কোন ।
বিপরীতে যারা অক্ষম দুর্বল,
একান্ত দীনহীন সর্ববিচারে, তাদের
প্রাণবীণ ভগ্ন বেসুরা, দৃষ্টি আনত লাজে,
হতাশার কুয়াশায় অস্পষ্ট ক্ষীণ,অথচ
সহিষ্ণুতায় তারাই সুমহান,মহীয়ান;
আমরণ নীরব প্রয়ান প্রতিক্ষায় অতুল্য
সবার। পরাজয়ই ভাগ্য তাদের, নিঃশব্দ
বিলাপ ক্রন্দন ক্রুদ্ধ বিজয়োল্লাস,
গহীন জনতার ভিড়ে তারা নির্দয়ে
জনান্তিকে নির্বাসিত, নির্বিবাদ
প্রতিবাদে অভ্যস্ত তারা,
শুধু ব্যস্ত সন্ধানে স্বর্গ সত্তম ।
----*----