আমি হয়তো মানুষ নই
(গুনরে কেও পাইলে কইয়ো আমি তার কবিতার বারোটা বাজাইছি)
আমি হয়তো মানুষ নই, মানুষ গুলো অন্যরকম
দুঃখে কাঁদে,আমোদে হাসে,অনুভূতির আধার পুষে,
মানুষগুলো নষ্ট হয়না, কষ্ট পায়না নিজের দোষে।
আমি হয়তো মানুষ নই, দূপুর বেলায় তারা খুঁজি,
আলো আমার ভাল্লাগেনা।
অসংবৃত রমণী দেখে,কেন আমার কাম জাগেনা,
দ্রাক্ষারসে স্বাদ পাইনা।
রাত্রি অবাক তাকিয়ে থাকে,
জাগ্রত এই আমায় দেখে,
চোখে আমার ঘুম আসেনা, আমায় দেখে দৌড়ে পালায়।
মানুষ হলে ভূতের ভয় লাগতো, বুকে ডর লাগতো,
হাত কাটলে পা কাটলে রক্ত ঝরতো,
চোখ থেকে অশ্রু ঝরতো,
ব্যাথা পেলে চোখ মুখ কুছকে দাতে দাত চাপতে হতো।
আমি হয়তো মানুষ নই,
মানুষে হলে পেটের মধ্যে ক্ষুধা লাগতো,
পিয়াসাতে ছাতি চরের মতো ফেটে যেতো,
কাউকে ভালো লাগতো, কেউ ভালোবাসতো,
হুড তোলা রিক্সায় কেউ আমার হাত
নিজের মতো করে আপন করে নিতো ।
মানুষগুলো সব সূর্য ডুবলে কুপি জ্বালায়,
আধার তাতে দূরে পালায়।
আমি আধার চুমি বসে, একলা বসে।