অভিজ্ঞান
এই যে পিত্তি আর এই অগ্নি, জ্বলছে সংযোগ—পরস্পর
আর সব বাষ্প—ভঙ্গুর বিদ্যুৎ, যোগফল শূন্যের রোমন্থন—
বিস্বাদ অস্তির হর্ষক আব্দার, মৃত্যুর তলপেট—ওঃ ঈশ্বর,,
ভরপুর পাপ দাও—প্যাঁচ দাও ঊর্ণীর, ক্লিন্ন খিন্ন অভিক্ষণ
উত্তর দক্ষিণ দুর্বার পশ্চিম, টুকরো টুকরো—অকথ্যের
বাস্তব মুচড়ে উঠবার ইঙ্গিত, ভাঙবার চেষ্টায়—অভিজ্ঞান
আঁকতে আঁকতে খুঁজব নিশ্চয়, দেখব প্রেক্ষিত—অশান্তির—
রুক্ষ মন্থর দীর্ঘ স্থানকাল, কষ্টের বিষফোঁড়—অধিষ্ঠান
সত্তার শূন্য— ব্যর্থ, বন্দি;—স্বত্ব নির্মাণ—নঞর্থক
এমনি দিনকাল উজবুক দেশটায়, স্বার্থের রূপটাই—সমার্থক
দ্বান্দ্বিক যুক্তির যৌথ যৌবন, দর্শন বিজ্ঞান—আহাম্মক
কর্মের চিন্তায় শিল্পের মাধ্যম, সৃষ্টির মিথ্যেয়—সদর্থক
বন্ধ চোখটায় সূর্যের গন্ধ, খুলবে যেইদিন—অকস্মাৎ
অগ্নির শৃঙ্খল ভাঙবার শক্তি, দগ্ধ রক্তের—ভবিষ্যৎ।।
১৩.১০.২০১৮
ছবি : রাফায়েল আরায়্যু
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৭