কিছুদিন আগে ব্লগে প্রকাশিত একটি পোস্টে পোস্টটির লেখক এবং একজন মন্তব্যকারীর মধ্যে তুমুল বাদানুবাদ হয়। মন্তব্যকারী প্রথম থেকেই আগ্রাসী ভাষা ব্যবহার করায় ও তার মন্তব্যের বক্তব্য পরিষ্কার না হওয়ায় পোস্টটির লেখক প্রতিমন্তব্যে নেতিবাচক বিশেষণ ব্যবহার করেন। সেই পোস্টে আরো অনেকে মন্তব্য করলেও দু' একজন মন্তব্যকারী ছাড়া কেউ উক্ত মন্তব্যকারীকে নেতিবাচকভাবে সম্বোধন করেননি।
আমার এই পোস্টের বিষয়বস্তু উক্ত মন্তব্যকারীকে নেতিবাচক সম্বোধন ঠিক কি বেঠিক তা নয়। তারপরও সংক্ষেপে বলি কারো আচরণ, কথা-বার্তা যদি অসংলগ্ন হয়, বক্তব্য যদি ধোয়াঁটে হয়, বক্তব্যে যদি সততার অভাব থাকে, বক্তব্য পড়ে যদি তার ফিলসফি বোঝা না যায় তাহলে তাকে অনেকেই নেতিবাচকভাবে ভাবতে পারেন। আমরা মানুষের ব্যাপারে ধারণা নেবার সময় অবচেতনাবেই খুব সাধারণ একটা পরীক্ষার সাহায্য নেই যাকে বলে "ডাক টেস্ট" "If it looks like a duck, swims like a duck, and quacks like a duck, then it probably is a duck"। বাংলায় অর্থ দাঁড়ায় "যদি কোনকিছু দেখতে হাঁসের মতো হয়, হাঁসের মতো সাঁতার কাটে এবং হাঁসের মতো ডাকে, তাহলে সম্ভবত এটি একটি হাঁস।" এই ডাক টেস্টের মাধ্যমে মানুষ সঠিক চেনা যায়না হয়ত তবে একজন মানুষ কী আচরণ করে, তার অভ্যাসগুলো কী তা বিবেচনায় নেয়া খুব একটা ভুলও নয়।
এবার ফিরে আসি ঐ পোস্টে -- পোস্টে এক পর্যায়ে উক্ত মন্তব্যকারী জানান যে কেউ তার কাছ থেকে আর্থিক সাহায্য নিয়েছেন, নিয়েও তার সম্পর্কে নেতিবাচক ভাষা ব্যবহার করছেন। পোস্টটির লেখক ও উক্ত মন্তব্যকারীর ভাষা আদান প্রদানের ধরণ দেখে মনে হয়নি উক্ত মন্তব্যকারীর সাথে পোস্টটির লেখকের ব্লগের বাইরে কোন সম্পর্ক বিশেষকরে টাকা লেনদেনের কোন সম্পর্ক আছে। উক্ত মন্তব্যকারী পরে তার একটি পোস্টে (যা এখন সরিয়ে নেয়া হয়েছে) আর্থিক সাহায্য যিনি নিয়েছেন তাকে "মিডিয়ার লোক" বলে চিন্হিত করেন। এসকল মন্তব্য-প্রতিমন্তব্য-বক্তব্য থেকে আমরা নিশ্চিত নাহলেও বুঝতে পারি উক্ত মন্তব্যকারী আর্থিক সাহায্যের বিষয়ে কাকে উদ্দেশ্য করে মন্তব্য করেছিলেন।
যাহোক, এবার আসি মূল প্রশ্নে। কে, কার কাছ থেকে, কেনো, কত টাকা নিল তা আমাদের দেখার বিষয় নয়। ব্যক্তিগত লেনদেন ব্যক্তিগত; এ নিয়ে আমি কোন মন্তব্য করবোনা। আমার প্রশ্ন অন্য জায়গায়ঃ ব্লগারদের মাঝে আর্থিক লেনদেন হলে তারা কি একে অন্যের পোস্টে স্বাধীনভাবে মন্তব্য করতে পারেন? ব্লগিং-এর, লেখালেখির ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা খুবই জরুরী একটা বিষয়। টাকা-পয়সার লেনদেন বা এই ধরণের কনফ্লিক্ট অব ইন্টারেস্ট কি গঠনমূলক সমালোচনার অন্তরায়?
সবাইকে ধন্যবাদ!
নোটঃ এই পোস্টে আর কোন মন্তব্য গ্রহণ করা হবেনা।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৪