আর কিছু দিনের মধ্যে পালিত হতে যাচ্ছে ১৪ তম বাংলা ব্লগ দিবস। প্রতিটি ব্লগ দিবসের আয়োজন মানে বাংলা ব্লগের ইতিহাসে আরেকটি নতুন অধ্যায়ের সংযোজন। এবারের আয়োজনটি নিয়ে পরে যেন বিস্তারিত লিখতে পারি তাই উল্লখযোগ্য ঘটনাগুলো এই টাইমলাইনে সংরক্ষণ করে রাখছি।
১. ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:০১ -- আমার যতটুকু মনে পরে এবারের ব্লগ দিবস নিয়ে ২০২২ সালের বাংলা ব্লগ দিবস নিয়ে জানা আপুকে একটি খোলা চিঠি শিরোনামে প্রথম পোস্টটি করেন সত্যপথিক শাইয়্যান।
২. ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০৭ -- সত্যপথিক শাইয়্যান আরেকটি পোস্ট লেখেন ব্লগ ডে'র দিন আমি যে সুস্বাদু স্মোকড ফিস রান্না করে নিয়ে আসবো! শিরোণামে।
৩. ০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪১ -- কতৃপক্ষের হয়ে ব্লগ দিবসের আয়োজন নিয়ে প্রথম পোস্ট আসে ব্লগ মডারেটর কাল্পনিক_ভালোবাসা; পোস্টের শিরোণাম ব্লগারদের পূর্নমিলনী প্রসঙ্গে।।
৪. ০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪১ -- কাল্পনিক_ভালোবাসা এ বিষয়ে পরবর্তিতে ১৪ তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে ‘ফিচার’ লেখা প্রতিযোগিতা। পোস্টে ব্লগ দিবস উপলক্ষে ব্লগারদের কাছ থেকে নির্দিষ্ট কিছু বিষয়ে "ফিচার" পোস্ট লেখার আহ্বান জানান। তিনি প্রতিযোগিতায় জয়ী "তিনটি ফিচার পরবর্তীতে ব্লগ দিবস উপলক্ষে প্রকাশিতব্য বিশেষ স্মরণিকায় প্রকাশ করা হবে" বলে পোস্টে উল্লেখ করেন।
৫. ০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪১ -- ব্লগ দিবসের "ফিচার" লেখার আয়োজনের প্রথম সমালোচনা আসে স্বাধীন বাংলা ৭১ থেকে। উনি কাল্পনিক_ভালোবাসা-র ১৪ তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে ‘ফিচার’ লেখা প্রতিযোগিতা। পোস্টে প্রতিযোগিতা কতটুকু স্বচ্ছ হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। মন্তব্যে তিনি বলেনঃ
"প্রতিযোগিতায় কি সচ্চথা থাকিবে ভাই? নিরপেক্ষতা বজায় থাকুক। মডারেটর থেকে বলা হয়েছে মডারেটর এর গটনকমূলক সমালোচনা করা যাবে। কিছুদিন ধরে মনে হইতাছে একটি বিশেষ সিন্ডিকেট এর সাথে ব্লগ মডারেশনের সখ্যতা আছে এবং মডারেশনের অপরেশানে সে সিন্ডিকেট বিদ্যমান। উহা সবক্ষেত্রে মডারেটস দের প্রশ্নবিদ্ধ করছে করবে। হয়তো ক্ষমতা বলে আপনি বলবেন আমি মিথ্যা বলছি। তা বলতেই পারেন। আমি আমার অভিমত জানালাম আমার যা মনে হয়েছে তার উপর ভিত্তি করিয়া।
সুন্দর সুন্দর ফিচার পড়ার অপেক্ষাতে রহিলাম।" (এই পোস্টের ৩ নাম্বার মন্তব্য দ্রষ্টব্য)
৬. ০৯ ই নভেম্বর, ২০২২ রাত ১১:১৫ -- ঠাকুরমাহমুদের এই পোস্টে, যা ব্লগ দিবস সংক্রান্ত নয়, ঠাকুরমাহমুদের কাছে মোহাম্মদ গোফরান ফিচার লেখা প্রতিযোগিতায় কে জয়ী হতে পারেন এ বিষয়ে প্রশ্ন রাখেন। সম্ভবত উনি ব্লগ দিবস সংক্রান্ত কোন পোস্টের মন্তব্য ভুলে সম্পূর্ণ বিষয় বহিঃর্ভুত অন্য পোস্টে করেন। অথবা, সম্ভবত উনিও স্বাধীন বাংলা ৭১ এর মত প্রতিযোগিতায় স্বচ্ছতা নিয়ে চিন্তিত।
৭. ০৯ ই নভেম্বর, ২০২২ রাত ১:৩১ -- আরইউ ১৪ তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে ব্লগের সেরা ব্লগাদের সন্মাননা দিলে কেমন হয়? শিরোণামের পোস্টে ব্লগারদের সন্মাননার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান কতৃপক্ষের কাছে।
৮. ১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:২৬ -- অপু তানভীর স্বপ্রনোদিত হয়ে কীভাবে ফিচার লিখতে হবে এই বিষয়ে সামহোয়্যারইন ব্লগের ফিচার লেখার প্রতিযোগিতায় যেভাবে ফিচার লিখবেন .... শিরোণামে একটি দিকনির্দেশনামূলক পোস্ট প্রকাশ করেন।
৯. ১০ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪১ -- প্রতিযোগিতার জন্য প্রথম ফিচারটি প্রকাশ করেন সত্যপথিক শাইয়্যান; পোস্টের শিরোণাম লঙ্গিউ গুহা - চীনে মাটির নিচে প্রাচীন এক আশ্চর্যজনক পৃথিবী।
১০. ১১ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮ -- জুল ভার্ন তার প্রসঙ্গঃ আসছে ১৪তম ব্লগ ডে উপলক্ষে লেখা প্রতিযোগিতা..... পোস্টে আশংকা প্রকাশ করেন যে অনিয়মিত ব্লগাররা শুধুমাত্র পুরুষ্কার/সন্মাননার আশায় "ফিচার" লেখায় অংশগ্রহণ করবেন। তিনি যুক্তি দেখান যে এই প্রতিযোগিতা শুধু নিয়মিত ব্লগারদের অংশগ্রহনে হওয়া উচিত।
১১. ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪৭ --মানব ইতিহাসের সবচেয়ে বড় নৌযুদ্ধে চীনের এক সেনাপতি'র শোচনীয় পরাজয় শিরোণামে প্রতিযোগিতার দ্বিতীয় পোস্টটিও সত্যপথিক শাইয়্যান-এর লেখা।
১২. ১৩ ই নভেম্বর, ২০২২ রাত ১:৩৫ -- একজন অতিমানবী: ক্রিস্টিয়ানে নুসলাইন-ফলহার্ড শিরোণামে প্রকাশিত রিম সাবরিনা জাহান সরকার-এর লেখাটি প্রতিযোগিতার তৃতীয় এন্ট্রি।
... চলবে
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৩