সামহোয়ারইন ব্লগ কতৃপক্ষ ১৪ তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে "ফিচার" পোস্ট লেখা প্রতিযোগিতার আয়োজন করেছেন। এর আগে ব্লগ থেকে আয়োজিত ছবি ব্লগ প্রতিযোগিতা বেশ সাড়া ফেলে ব্লাগারদের মধ্যে গত বছর এবং অসাধারণ ছবি ব্লগের সাথে সাথে আমরা চমৎকার কিছু শিক্ষনীয় পোস্টও পাই এই আয়োজনের মধ্য দিয়ে। ভালো লেখাকে উৎসাহিত করতে এবং বাংলা ব্লগ দিবস উপলক্ষে তাই এমন একটি প্রতিযোগিতার আয়োজন খুবই ভালো উদ্যোগ। ২০০৯ সাল থেকে বাংলা ব্লগ দিবস পালন হয়ে আসছে। প্রথমে যদিও ঠিক কোনদিনে বাংলা ব্লগ দিবস পালিত হবে তা নিয়ে কিছুটা বিতর্ক ছিল, ১৫ বা ১৬ ডিসেম্বর, না ২১ এ ফেব্রুয়ারী, বা অন্য কোনদিন ব্লগ দিবস হিসেবে পালন হবে/উচিত তা নিয়ে তৎতকালীন ব্লগারদের মাঝে তুমুল আলোচনা-সমালোচনাও হয়েছিল সে সময়। যাহোক, প্রথম বাংলা ব্লগ দিবস পালন করা হয় ২০০৯ সালে ১৯ ডিসেম্বর এবং এই দিনটিই বাংলা ব্লগ দিবস হিসেবে পরিচিত। একসময় দিবসটি খুব আয়োজনের সাথে বড় পরিসরে পালিত হত। এখানে একটা বিষয় উল্লেখ করে রাখি একদল ব্লগার ভিন্ন একটি দিনে (১ ফেব্রুয়ারি) বাংলা ব্লগ দিবস পালন করতো যদিও সেই উদযাপনটি খুব একটা জনপ্রিয়তা পায়নি।
আয়োজনের শুরু থেকে প্রথম দু' বছর দিসবটি পালন করে সামহোয়ারইন ব্লগ এককভাবে কিন্তু তৃতীয় আয়োজনটি হয় তৎকালীন ১৩ টি বাংলা ব্লগের উদ্যোগে। তুমুল জনপ্রিয় এই দিবসটি একসময় কেন্দ্রীয়ভাবে আয়োজনের সাথে সাথে দেশে এবং বিদেশে অনেক ব্লগার দিনটি নিজেদের উদ্যোগে পালন করতেন। ব্লগ দিবস নিয়ে মূলধারার গনমাধ্যমের আগ্রহ ছিল; তারা খবরও ছাপাতো। শিক্ষিত ও সৃজণশীল মানুষের মাঝে ব্লগ জনপ্রিয়তা পাওয়ায় এবং দিবসটি ঘিরে অনেকের আগ্রহ থাকায় দীর্ঘমেয়াদে বাংলা ব্লগ দিবসটি জাতীয় পর্যায়ে আয়োজনের কথা ভাবা হয়েছিল একসময়। এ বিষয়ে সরকারী স্বীকৃতির পাওয়ার বিষয়ে আশাবাদী ছিল কতৃপক্ষ; সরকারীভাবে ইতিবাচক সাড়াও ছিল।
অনেকেই বলেন বাংলা ব্লগিং-এর সেই যৌবনের দিনগুলো আর নেই। ব্লগ প্লাটফর্মের সাথে সাথে একটিভ ব্লগারের সংখ্যা কমেছে। এর পিছনে অনেকে অনেক কারণ চিন্হিত করলেও তা নিয়ে এই পোস্ট নয়, বরং অন্য কোন পোস্টে আলোচনা করা যাবে। বাংলা ব্লগ দিবস এখনও পালন করা হয় -- ছোট পরিসরে। পরিসর ছোট হলেও একটিভ ব্লগারদের কিন্তু ব্লগ দিবস নিয়ে আগ্রহ ও উদ্দিপনা রয়েছে বেশ ভালো মাত্রায়, সেই আগের দিনগুলোর মতই।
অনেক কথা হলো এবার আসি শিরোণামের বক্তব্যে। একসময় ব্লগ দিবসে সেই সময়কার দুর্দান্ত ও সেরা ব্লগারদের সন্মানিত করা হয়েছে। এবার এমন কিছু কি আয়োজন করা যায়? আমাদের চমৎকার কয়েকজন একটিভ ব্লগার রয়েছেন যারা তাদের জ্ঞান, প্রজ্ঞা, মানবিকতা, ও সহযোগিতা দিয়ে আমাদের ব্লগকে আলোকিত করেছেন এবং এখনো করছেন। এর মাঝে ব্যক্তিগতভাবে শায়মা, হাসান, খায়রুল, আহমেদ জিএস, এবং সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এদের নাম মনে পরছে। যেহেতু ব্লগার সংখ্যা কম সেহেতু একটিভ ব্লগারদের সাথে সাথে শুরু থেকে আজ পর্যন্ত যারা সামহোয়ারইন ব্লগে অসাধারণ সব লেখায় এবং মন্তব্যে উজ্জ্বল করেছেন তাদেরও বিবেচনা করা যায় সম্ভবত? কম একটিভ বা এখন একদমই লেখেন না এমন ব্লগারদের মাঝে ফিফা, ইমন, ম্যাভেরিক, দূর্যোজী, রেজোওয়ানা এদের কথা মনে পরছে।
যাহোক, কতৃপক্ষকে প্রস্তাবটি ভেবে দেখার জন্য ধন্যবাদ।
সবার জন্য শুভকামনা!
নোটঃ আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্লগার নোটিশবোর্ডের নাম ইচ্ছে করে উল্লেখ করিনি!
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২২ রাত ২:০২