আপনি কোন কারণে একের অধিক নিকে ব্লগে লিখতে চাইছেন? কোন সমস্যা নেই। এটা অন্যায় নয়, এতে ব্লগের কোন নীতিমালা ভঙ হয়না; এর ফলে আপনাকে কেউ ক্রিমিনাল কোর্টে প্রসিকিউট করবেনা। তুলে নিন আপনার কিবোর্ড, নতুন নিক রেজিঃ করুন, লিখতে শুরু করুন মনের আনন্দে। তবে, যদি আপনি ব্লগের অন্যদের বুঝতে দিতে না চান আপনি কার “মাল্টি” তাহলে কিছু জিনিসের দিকে আপনাকে নজর দিতেই হবে।
১। আগের বন্ধু, সিন্ডিকেট ইত্যাদি ভুলে যান কিছু দিনের জন্যঃ আগের নিকে যাদের সাথে বেশি মন্তব্য বিনিময় হত তাদের কাছ থেকে নতুন নিকে লেখা শুরুর অন্তত মাস এক-দুই তেমন কথা বিনমিয় করা যাবেনা।
২। ছবি আপলোডের ক্ষেত্রে সাবধান হোনঃ এটা ঠিক সবার জন্য প্রযোজ্য নয় তবে যাদের নিজস্ব সিগনেচার ওয়ে আছে ছবি আপলোডের তারা খুব সাবধানে থাকবেন। ধরুন আপনি সাধারণত খুব লো রেজুলেশন, ছোট সাইজের, অনেক সময় গ্রেইনি ছবি আপলোড করতেন আগের নিকে। এবার কিন্তু এভাবে আপলোড করবেননা। খেয়াল রাখুন ছবির রেজুলেশনের দিকে।
৩। আগের নিকের ভয়ানক বদভ্যাস বদলাতে হবেঃ ধরুন আগের নিকে আপনি মারিং-কাটিং-পেস্টিং করে অভ্যস্ত ছিলেন, অন্যের লেখা নিজের বলে চালিয়ে দিতেন, সম্পাদনার নামে অন্যের লেখা মেরে দিতেন। নতুন নিকে এই কাজটি করা যাবেনা - পোস্টেও না অন্যের পোস্টে মন্তব্যেও না।
৪। বানান খেয়াল করেঃ আগের নিকে আপনার যে বানানগুলো ভুল হত নতুন নিকে সেই বানানগুলো ভুল করা যাবেনা। নতুন নিকে প্রয়োজনে ইচ্ছে করে নতুন বানান ভুল করুন!! আগের নিকে যেমন তাড়াহুড়োয় (বা মোবাইল দিয়ে টাইপ করার কারণে) একই বাক্য অনেক ভুল হত, নতুন নিকে তা যেন না হয়।
৫। মন্তব্য দেখতে কেমন খেয়াল রাখুনঃ ধরুন আপনি মন্তব্য লেখেন কবিতার মত ছোট ছোট লাইনে, কয়েক বাক্যের সিংগেল প্যারায় নয়। নতুন নিকে প্যারা ব্যবহার করুন।
৬। মন্তব্যে কী লিখছেন খেয়াল রাখুনঃ আগের নিকে মন্তব্যে আপনার যদি ফুটনোট দেয়ার অভ্যাস থাকে, নতুন নিকে এটা করবেননা; আপনার মন্তব্য যে কপিপেস্ট তা “এটা একটা কপিপেস্ট মন্তব্য“ টাইপের ফুটনোট না দিয়ে অন্যভাবে উল্লেখ করুন।
৭। শব্দ চয়ন, বাক্য গঠনের দিকে নজর দিনঃ আপনি কী লিখছেন, কীভাবে লিখছেন খেয়াল রাখুন। ধরুন আগের নিকে আপনি খুব বেশি বাগধারা, প্রবাদ-প্রবচন ব্যবহার করতেন। নতুন নিকে নিজেকে সামলে রাখুন, কম ব্যবহার করুন। মন্তব্যে-প্রতিমন্তব্যে ছড়া টরা না কাটাই ভালো হবে আপনার জন্য।
আপনার “মাল্টি নিক” আপনার সম্পদ। একে যত্নে রাখুন। যদি আপনার মনে হয় আপনার নতুন “মাল্টি” ধরা খেয়ে গেছে তাহলে আরেকটি “মাল্টি” খুলে ফেলুন আর এই পোস্টে লেখা টিপস ও ট্রিকসগুলো মেনে চলুন।
চিয়ার্স!!
ছবিঃ Two face scary clown /Rudy Ligget / Creative Commons - CC0
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩০