মোবাইল গেমসের প্রতি আমার আগ্রহ প্রায় শুন্য। শুন্য না হয়ে "প্রায় শুন্য" হওয়ার কারণ হচ্ছে এক সময় নকিয়া ৩৩১০-তে স্নেক গেমটা খেলতাম; স্নেক খুব প্রিয় ছিল।
স্মার্টফোনের সহজলভ্যতার কারণে এখন মোবাইল গেমিং ডিভাইস সবার হাতে হাতে। অনেকেই অলস সময় কাটাতে এটা ওটা গেমস খেলে থাকেন। আমার এ বিষয়ে আগ্রহ নেই, একদমই নেই। তবে কিছুদিন আগে এক টুইটার বন্ধু একটা গেমের সাথে পরিচয় করিয়ে দিল (এটা ঠিক মোবাইল গেম নয়, তবে আমি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে খেলি)। প্রতিদিন একবার করে এই গেমটাতে ৫-১০ মিনিট সময় দেই, একদম নিয়ম করে। গত (প্রায়) সাড়ে চার মাসে ব্যস্ততার কারণে সম্ভবত এক সপ্তাহ মিস করেছিলাম।
Worldle
খেলার নাম Worldle। নামটা যদি পরিচিত মনে হয়ে তবে আপনি সম্ভবত শব্দ মেলানোর খেলা Wordle এর কথা ভাবছেন। পুরো ইন্টারনেট বিশ্ব মাতিয়ে দেয়া ভাইরাল ওয়ার্ড গেম Wordle এর আদলেই তৈরী Worldle, যেখানে আপনাকে একটি দেশের ম্যাপ দেখে ৬ বারের চেষ্টায় দেশটার নাম বলতে হবে। প্রতিটি অনুমানে আপনার অনুমিত দেশ থেকে ম্যাপের দেশটি থেকে কতদুর এবং কোনদিকে (ডানে-বায়ে, উপরে-নিচে) তা আপনাকে দেখানো হবে।
ছবিঃ স্ক্রিনশট Worldle -- অনেক সময় দেশ খুব অপরিচিত মনে হলে আমি "বাংলাদেশ" দিয়ে শুরু করি মোটামুটি একটা ধারণা পাবার জন্য। এরপর আস্তে আস্তে চেনা পরিচিত দেশে ধরে ধরে এগিয়ে যাই।
পৃথিবীর ম্যাপ আমার প্রিয় বিষয়গুলোর একটা। আমি এই গেমটা এখন পর্যন্ত ১৩৫ বার খেলেছি। সম্ভবত ১ বা ২ বার সঠিক দেশ চিন্হিত করতে পারিনি। ১৬ টি দেশ চিন্হিত করেছি প্রথমবারের চেষ্টায় (বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দি ইউএসএ, ইন্দোনেশিয়া, পপুয়া নিউগিনি, নিউ জিল্যান্ড, জার্মানি, কংগো, গ্রিনল্যান্ড ছাড়া আরো কিছু দেশ)। সর্বোচ্চ ৬ বার লেগেছে ৩ টি দেশের ক্ষেত্রে (ভ্যাটিকান সিটি, আরেকটা কিরিবাস, আরেকটা ডেনমার্ক বা দি ইউকে-র ডিপেন্ডেন্ট টেরিটরি)।
ছবিঃ স্ক্রিনশট Worldle -- আজ পর্যন্ত আমার ব্যক্তিগত পারফরমেন্স।
এই ডেভলপারের আরেকটা গেম আছে নাম Emovi। ইমোজি বা ইমোটিকন দেখে ম্যুভির নাম বলতে হবে তিন চেষ্টায়। প্রথম ২ বার না পারলে একটা হিন্টস দেয়ে হবে।
ছবিঃ স্ক্রিনশট Emovi
খেলাগুলো চেষ্টা করে দেখুন। ভালো লাগবে হয়ত!
প্রথম ছবিটি আমার তোলা
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৬