যদি ক ও খ দুইটি বক্তব্যই সত্য হয়,
ক. শমশের মাঝি সব সময় মিথ্যে বলে।
খ. শমশের মাঝি বললো “আমার সবগুলো টুপি সবুজ রঙের।
তাহলে নিচের কোন বক্তব্যটি সঠিক?
১। শমশের মাঝির কমপক্ষে একটা টুপি আছে।
২। শমশের মাঝির শুধুমাত্র একটি সবুজ টুপি আছে।
৩। শমশের মাঝির কোন টুপিই নেই।
৪। শমশের মাঝির কমপক্ষে একটা সবুজ টুপি আছে।
৫। শমশের মাঝির কোন সবুজ টুপিই নেই।
১৭ তম ব্রাজিলিয়ান ম্যাথামেটিকাল অলিম্পিয়াড অফ পাবলিক ইশকুলস এর একটি সমস্যা অবলম্বনে (শুধু নাম পরিবর্তন করা হয়েছ)।
সমাধান এখানে
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২২ রাত ৮:২৩