হয়তো সে জানে "তোমার তাকে ভালো লাগে,
কিন্তু কিচ্ছু করার থাকে না " কারণ তোমাকে তার ভালো লাগে না!
ইচ্ছে করলেও কাউকে জোর করে ভালো লাগানো যায়না।ভালো লাগা টা মনের একান্ত নিজস্ব ব্যাপার,
শুধু শুধু সময় নষ্ট করে কারো নিজস্ব ব্যাপারে হস্তক্ষেপ করো না।
এতে তোমার ই কষ্ট ...
একা একা ভালো লাগার কষ্ট ...
একা একা ভালোবাসার কষ্ট...
একা একা কাউকে ভেবে রাত জাগার কষ্ট!!
"তুমি হয়তো কাউকে ভেবে বিষণ্ণতায় ভুগছো।
কারো অপেক্ষায় দরজায় কান পেতে আছো।
হয়তো এই মধ্য রাতে কাউকে ভেবে "তুমি ভালো নেই "
কিন্তু অপাশের মানুষ টা ঠিক ই ভালো আছে...
দিব্যি সে সুখে আছে... তার আজকে রাতের স্বপ্ন টা অনেক রঙিন... হয়তো অন্য কাউকে নিয়ে বাঁধছে তার স্বপ্নের নীড় ।
সেখানে তুমি নাই ... তুমি একদম নাই...
তার চিন্তা, চেতনা, ভাবনা কোন কিছুতেই তুমি নাই।
তুমি অযথা রাত জেগে মিথ্যে স্বপ্নের প্রহর গুনছো,
মিথ্যে অপেক্ষায় বসে রাত টা দীর্ঘ করছে।
মুল্যহীন একটা অপেক্ষা। অপাশের মানুষ টা জানবেও না, বুঝবেওনা.. তোমার রাত জাগার কস্ট.. অপেক্ষায় থাকার যন্ত্রণা!! হুম..
কাউকে ভালো লাগা খারাপ না ...
অবুঝের মত ভালোলাগা কে,
পস্রয় দেওয়া খারাপ ... সত্যি খুব খারাপ ।