হেরেছি আমি?
হেরেছে বাংলাদেশ??
হেরেছে আমাদের টাইগার???
না--------আমরা হেরে যাইনি এখনো!
হেরেও জিতেছি আমরা!!! আমরা যেখানেই দাড়াই, সেখানেই আমাদের লাইন শুরু হয়। সেই একাত্তরে প্রতিবাদি মাথা উচু করেছিলাম, আজও থেমে যাইনি। বুলেট-বোমায় ক্ষত-বিক্ষত হয়ে অতৃপ্তির বেদনায় পুড়িয়ে দিয়েছি পাকদের। এখনো থেমে যাইনি। হারিয়েছি এবারের বিশ্বকাপেও।
এখনো যারা সৈরতন্তের জাতাকলে পিষ্ট করে। বাংলা মায়ের সন্তানকে রক্তাক্ত করে কাটাতারে ঝুলিয়ে দেয়, ওদের জন্য গত বিশ্বকাপেও হিরোশিমার হাহাকার বুকে চেপে আমরা ঘরে ফিরেছিলাম।
এবারের এশিয়া কাপের ফাইনালেও ওদের উদ্ধত অহংকার বেশ দেখেছি। খেলার পূবেই নিন্দা-মন্দের সীমা রাখেনি। এ যাত্রায় ভাল খেলেও হারের তকমা কপালে মেখেছি।
আজ হেরেছি ঠিক!
কিন্তু কালকের দিনটা আমাদের হাতে, আমরা চাইলেই বদলে দিতে পারি।
এ মহা বোধ শক্তিচাড়ালদের নেই।
একদিন ভাঙবেই তাদের মিথ্যের প্রাচীর।
কারন আমরা ক্রিকেট বিশ্বেও প্রতিবাদি মাথা উচু করেছি। আমরা জানি,
পরাজয় মানে সমাপ্তি নয়,
যাত্রা একটু দীর্ঘ হওয়া মাত্র।
তাই এ পৃথিবীতেই নিঃশ্বাস নেবার কালেই আমরা ওদের সাথে বোঝাপড়াটা সেরে নিতে চাই।
লেখার কারনঃ
সাধীন দেশে থেকেও ওদের শোষণ-বঞ্চনার সীকার আমরা। আমাদের দেশের মাটিতেও কোহলি ক্যাচ লুফে নিয়ে দর্শকদের প্রতি বাজে ইঙ্গিত করল
রবি শাস্ত্রী বলল, বাংলাদেশ আমাদের ওডিআই সিরিজ হারিয়েছিল, আমরা তার প্রতিশোধ নিলাম। খেলা শুরু হবার আগে খেলোয়াড়দের বলল, [''just go out there and get the bloody job done''img|http://s3.amazonaws.com/somewherein/pictures/Rons/Rons-1457339347-2281fa8_xlarge.jpg]
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৩