ভ্যালেন্টাইন তুমি বিস্ময় সমীকরণ!
বসন্ত আগমনে কুহেলিকার মিষ্টি কন্ঠে
পাতালে -মাতাল প্রাণোচ্ছল হিয়া।
আগ্নি-বরষনে ক্ষতবিক্ষত প্রেমহারা।
তুমি সহস্র প্রেমিকযুগলের আকাঙ্ক্ষা
ফুলে উড়ে বেড়ানো প্রজাপতি।
তোমার মঞ্চে কত মিলনমেলা
তামাশায় চলে লীলাখেলা।
তুমি যেন সর্বনাশা পদ্মা, কূল ভাঙা-গড়া খেলায় মত্ত
শীত-বসন্তের রঙিন দিনে
লবণাক্ত শিশির হয়ে ঝরে পরো
একাকী প্রেমহীনের ক্ষতে।
ও......ভ্যালেন্টাইন.......................
..................একান্তই তুমি আমার।
আকাঙ্ক্ষিত কপাটে করাঘাত কর বারবার।
তবুও আমি তোমার সুরেই মাতাল হবো।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮