হৃদয় দিয়েছি তবু পর করে গেলে
ভালোবেসে মোরে দূরে ঠেলে দিলে।
শূন্য হৃদয়ে দিয়েছিলে সুখ আনাবিল
বয়স বেড়ে যায় থাকে সৃতি অমলিন।
ভালোবেসেছ ছলনার চাদরে
নগ্নতা দিয়েছ ভীষন আদুরে।
ভাবিনি কখনো যাবে বহু দূরে
পথভ্রষ্টা হবে কেমন করে?
রেখে গেলে সৃতিব্যাথা কেন মোর ভবে
মরুর বুকে যদি চোরাবালি হবে।
চলে গেলে সাথে কেনো সৃতি নিলেনা
সপ্নভাঙা হৃদয় ব্যাথা ভোলেনা।
নীরহারা ব্যাথা হ্রদয় রক্তিম
সাহিত্য লিখে হয়েছি বঙ্কিম।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪