মেঘ আর রোদ মিলে যদি রামধনু হয়-
তুমি আর আমি সুখি হতে পারবনা কেন?
সুখ আর দুঃখ মিলে যদি জীবন হয়-
তুমি আর আমি ভালো থাকতে পারবনা কেন?
ভালো আর মন্দ মিলে যদি মানুষ হয়-
তুমি আর আমি আলো হতে পারবনা কেন?
আলো আর অন্ধকার মিলে যদি দৃশ্য হয়-
তুমি আর আমি একে অপরের নিঃশাস পারবনা কেন?
নিঃশাস আর প্রশাস মিলে যদি রুহু হয়-
আমরা একে অপরের বিশ্বাস হতে পারবনা কেন?
বিশ্বাস আর আস্থা মিলে যদি সম্পক হয়-
আমাদের প্রেম হতে পারবেনা কেন?
প্রেম আর কাম মিলে যদি মিলন হয়-
তুমি আর আমি সারা জীবন একসাথে থাকতে পারবনা কেন?
অতএব এসো নিবেদিতা দুজনে মিলে
বিশ্ব সংসারকে ভালোবাসার গুদাম বানাবো।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮