আর এই স্বপ্ন নিয়েই মানুষের পথচলা।
কত না স্বপ্ন মানুষের মনে, সব সপ্নের মধ্যে অন্যতম একটা সপ্ন হচ্ছে লাইফে বড় কিছু একটা করা।হ্যা Doctor, Eng আরো কত কি!!!!
HSC xm দেওয়ার পর শুরু হয় ছুটাছুটি কিভাবে চান্স পাওয়া যায়,কি করা লাগবে ইত্যাদি..
এসব ছুটাছুটি এর মধ্যে প্রথমে যে বিষয়টি নজর তা হচ্ছে কোচিং গুলোর প্রচার- প্রচারনা ও ভালো একটা কোচিং এ ভর্তি হওয়া কাঙ্খিত ভার্সিটি চান্স পাওয়ার জন্য।
হ্যা,যদি আমরা কোন কোচিং সেন্টার সম্পর্কে জানতে চাই,সাধারন ভাবেই প্রথমে আমরা যে বিষয়টি লক্ষ করি,এই কোচিং থেকে গত বছর কত জন চান্স পেয়েছিল।আর সকল কোচিং সেন্টার থেকে উত্তর ও পাই আশানুরূপ ।
কিন্তু এই আশানুরূপ কথাগুলো কি আদৌ সত্যি!!!!
বুয়েট দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান,আসন সংখ্যাও সীমিত। মাত্র ১১৯৪টি।
উদ্ভাস নামক কোচিং থেকে চান্স পেয়েছে ১০৭২জন(উদ্ভাসের মতে)
আবার ওমেকা নামক কোচিং থেকে চান্স পেয়েছে ৮১৪ জন(ওমেকার মতে)
তাহলে বুয়েট এ মোট চান্স সংখ্যা(১০৭২+৮১৪=১৮৮৬)জন।কিন্তু কিভাবে সম্ভব!!!!!!২০১৫ শিক্ষাবর্ষতে বুয়েট কর্তৃক নির্বাচিত সংখ্যা ১১৯৪ জন!!!!!!
আবার বুয়েট এ 1st,2nd,3rd সবই কোচিং করেছে তাদের কোচিং সেন্টার থেকে,এ দাবি দুই কোচিং সেন্টারেরই,এটাও সম্ভব!!=-O
শুধু এই দাবি শুধু তাদের একাই করে না,এরুপ দাবি করে আসছে মেডিকেল কোচিং সেন্টার গুলোও যেমন :-রেটিনা,3 Doctors এর মতো নামীদামী কোচিং সেন্টার গুলোও.....
হ্যা তাদের সব কথাই সত্যি, যদি ৮০০ এর মতো ছাত্র একসাথে দুই কোচিং সেন্টারে যদি কোচিং কনট্রিনিউ করে.....
আর আমার মনে হয়না 'কেউ জেনে বুঝে একসাথে দুই নৌকাতে পা দিবে"।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯