একবার দেখে যাও আমাকে..
দূরের ছায়াপথে কেন আমি হারিয়ে গিয়েছিলাম,
কেন ওরা আমায় এভাবে ছিঁড়ে দেখলো?
লাশ ঘরের অশুভ আত্মার ভীড়ে
কেন অনেক বেশি একা আমি।
জানবে না তুমি ...
বোকা ডাক্তার শুধু হৃদয়ের উপর ছুরি চালাতেই জানে,
জানে না সেই হৃদয়ে লুকিয়ে থাকা হাজার স্বপ্ন।
এক টুকরো কাগজ শুধু বিষের নামই বলতে পারে
এই বিষটুকু কতটা বিশ্বাস ভাঙার ফল
তার খোঁজ কেউ রাখে না।
হিমঘরে ঘুম কিংবা অন্যান্য স্বপ্নে জাগি আমি
ক্ষত বিক্ষত আমাকে বন্দী করে রাখা হয়,
ফরমালিনে মোড়া শক্ত আবরণীর ভীড়ে জমে থাকে -
হাজার রাতের পুরোনো কিছু অভ্যাস।
নিহত প্রেমিকের মত অবলিলায় ভেসে বেড়াই,
চার দেয়ালে প্রতিধ্বনিত হয় অস্ফুট কিছু আর্তনাদ-
"প্রিয়তমা,
ভয় পেয়ো না....
কেউ জানবে না -
পোস্টমর্টেম রিপোর্টের গৎবাঁধা কথার আড়ালে থেকে যাওয়া-
হাজারও বরফ গলা রাতের আমাদের না বলা অনেক সব কথা । "
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ বিকাল ৪:০১