নিখোঁজ সেই ছেলেটির খবর কেউ জানো?
যার নিজের হাতে আঁকা একটা পৃথিবী ছিল,
সে পৃথিবীতে আকাশী রঙের এক পাখি ছিল,
গভীর রাতে মেঘে ঢাকা মায়াবী এক চাঁদ ছিল,
হারিয়ে গেল অজান্তেই...
হারিয়ে যাওয়ার সংবিধানে জুড়ে যাবে নতুন নাম,
কিছুকাল পর নিখোঁজ সংবাদের শিরোনাম হবে,
তারও কিছুদিন পর সময়ের নিয়মে,
নি:স্ব হওয়া মানুষ গুলোর ভীড়ে হাত ভর্তি স্বপ্ন নিয়ে-
বিলীন হবে মায়াবী চোখের সে ছেলেটি।
তোমরা কেউ তার খোঁজ রাখো নি -
মনের ভুলে খুব কাছের মানুষটিও মনে রাখে নি।
অবাক করা জোছনায়
মায়াবী সেই ছেলে ফিরে তাকায় আবারো,
নাহ.. কেউ তাকে মনে রাখে নি,
দিনশেষে কেউ থাকে না মনে রাখার..
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:২৪