১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ৷
অনেককেই দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে বুদ্ধিজীবী হত্যাকান্ড নিয়ে কটুক্তি করেন ৷ বুদ্ধিজীবীরা নাকি রাজাকার ছিলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেননি, দেশের জন্য
কিছু করেনি ইত্যাদি ইত্যাদি ৷
আমি গতকালই এরকম লেখা দেখেছি ৷
মুক্তিযুদ্ধে অংশ নেয়নি মুক্তিযোদ্ধ না করেও মুক্তিযুদ্ধে অবদান রাখা যায় ৷
কেউ শব্দ সৈনিক হিসেবে কেউ মুক্তিযোদ্ধাদের আহার করিয়ে কেউ মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি হানাদার বাহিনীদের থেকে মুক্তিযোদ্ধাদের অবস্থান না জানিয়ে দিয়ে
কেউ যুদ্ধে যাবার জন্য তার সন্তানকে পাঠিয়ে দিয়ে বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন ৷
বুদ্ধিজীবীদের হত্যার উদ্দেশ্য ছিলো দেশের সাংস্কৃতিক,সামাজিক শিক্ষাগত দিক থেকে দেশকে দুর্বল, মেধাশূন্য করা ৷
“ এটা অবধারিত হয়, বুদ্ধিজীবীরাই
জাগিয়ে রাখেন জাতির বিবেক,
জাগিয়ে রাখেন তাদের
রচনাবলীর মাধ্যমে, সাংবাদিকদের
কলমের মাধ্যমে, গানের সুরে,
শিক্ষালয়ে পাঠদানে, চিকিৎসা,
প্রকৌশল, রাজনীতি ইত্যাদির মাধ্যমে জনগণের সান্নিধ্যে এসে। একটি জাতিকে নির্বীজ করে দেবার প্রথম উপায় বুদ্ধিজীবী শূন্য করে দেয়া। ২৫ মার্চ রাতে এই প্রক্রিয়া শুরু হয়েছিল অতর্কিতে, তারপর ধীরে ধীরে, শেষে পরাজয় অনিবার্য জেনে ডিসেম্বর ১০ তারিখ হতে ১৫ ডিসেম্বরের মধ্যে দ্রুতগতিতে। ’’
১৪ ডিসেম্বর পরিকল্পনার মূল অংশ
বাস্তবায়ন হয়। অধ্যাপক, সাংবাদিক, শিল্পী,
প্রকৌশলী, লেখক-সহ চিহ্নিত বুদ্ধিজীবীদের পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসরেরা
জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। সেদিন প্রায় ২০০ জনের মত বুদ্ধিজীবীদের তাদের বাসা হতে ধরে নিয়ে যাওয়া হয়। তাদেরকে বিভৎসভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় ৷
সেই কালো অধ্যায়টা যদি না আসতো! আমরা এখন যতোটা জানি তারা থাকলে আরো অনেক কিছু শিক্ষতে পারতাম এটা বলাই যায় ৷ যুদ্ধে শুধু মুক্তিযোদ্ধাদের প্রাণ যায়নি গিয়েছে হাজারো সন্তান হারানো অনেক মায়ের ৷
দেশ স্বাধীন হবে সেই আশায় মুক্তি হবে
পরাধীনতার সেই আশায় মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধে তাদের সাহস যুগিয়েছিলেন তাদের পরিবার, বুদ্ধিজীবীরা ৷ বুদ্ধিজীবিরা কখনো শব্দ সৈনিক হয়ে যুদ্ধে মুক্তিযোদ্ধাদের
সাহস যুদ্ধ করার অনুপ্রেরণা দিয়েছেন ৷
তখনকার সময় আপনি ছিলেননা [কটুক্তিকারী] তাহলে না জেনে রাজাকার বলেন কেন? আমিও তখনকার সময় ছিলাম না তাহলে ৷ আমাদের উঠিৎ তাদের সম্মান করা ৷
আমরা তাদের সম্পর্কে কটুক্তি করতে পারিনা ৷ আজ যদি বুদ্ধিজীবীরা থাকতেন দেশ আরো উন্নত হতো তাদের মেধা দেশকে এগিয়ে নিয়ে যেতো ৷
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫