হাতেগোনা কয়েক দিনই আছে তারপরেই তো আমাদের বিদায় অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে ৷
শিক্ষায় দশটি বছর কাটিয়ে দিচ্ছি টেরই পেলামনা ৷ সেই দিন আল-আমীন একটি কথা বলতে চেয়েছিলো কিন্তু বলতে গিয়েও বলতে পারেনি ৷
আল-আমিন বলতেছিলো বিদায় অনুষ্ঠানের পর তো সবাই আমাদের ভূলে যাবে ৷ তাই আমাদের কিছু একটা করা দরকার ৷ তাই আমাদের সবাইকে একসাথে বসে আলোচনা করা দরকার কি করা যায় তা নিয়ে ৷
একদিন সময় করে সবাই একসাথে হলাম ৷ আলোচনায় সবাই সবার নিজের মতামত,প্রস্তাব দিলো ৷ আমিও একটি প্রস্তাব দিলাম তা হলোঃ যেহেতু আমাদের এটা লাষ্ট ইয়ার আমরাই এবার শেষ ৷
বিদায় অনুষ্ঠানের পর সবাই ভূলে যাবে তাই আমি চাই আমরা সবাই মাদ্রাসায় বাঁশের চারা লাগিয়ে দিবো যাতে স্যার হুজুররা বলতে পারে তোরা কি করেছিস ২০১৬এর দশম শ্রেণীর তারা মাদ্রাসায় বাঁশ দিয়ে গেছে ৷
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:২৫