ফেসবুকে প্রতিদিনই চলে ধর্ম ব্যবসা ৷ ধর্মের নাম দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার নেয়া হয় ৷
ধর্ম ব্যবসা কেন বললাম প্রশ্ন থাকতে পারে অনেকেরই ৷ ফেসবুকে লাইক,কমেন্ট,শেয়ার দিয়ে আবার ধর্ম ব্যবসা হয় নাকি! ৷
এরকম অনেক কথা প্রশ্ন চলে আসবে ৷
ইসলাম ধর্ম নিয়েই সবচেয়ে বেশি ধর্ম ব্যবসা চলছে ৷
ধর্ম ব্যবসা বলার কারণঃ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে কমেন্টে আমিন! লেখুন,
মুসলমান হলে এড়িয়ে যাবেন না,
এই হিজাবী বোনটির জন্য কয়টি লাইক হবে,
এই নামাজী বোনটির জন্য কয়টি লাইক হবে,
এই নামাজী ভাইদের জন্য কয়টা লাইক হবে ৷ সবাই কমেন্টে আমিন
না লিখে যাবেন না ৷
আপনার মধ্যে যদি একটুও ঈমান থেকে থাকে তাহলে কমেন্টে আমিন লেখুন ৷ ইত্যাদি ইত্যাদি ৷
আফসোস, এখানেই হয় ধর্ম ব্যবসা ৷
ধর্মকে ছোট করা হয় ৷
ইসলাম ধর্মে লোক দেখানো ইবাদত কখনই আল্লাহর নিকট কবূল হবে না ৷
কিভাবে ধর্ম ব্যবসা হলো তা বলি এখন ৷
আপনি মুসলিম আপনার কাছে উপরোক্ত ক্যাপসনে ধর্ম নিয়ে পোষ্ট আসলো এখন কি আপনার লাইক এবং কমেন্টে আমিন লিখে বলতে হবে আপনি মুসলমান! ৷
অনেকে জুমা'র নামাজও পড়তে যায়না তারাওতো লাইক কমেন্ট শেয়ার মেরে দেয় ৷ তারা কি বুঝাতে চায়!
আপনার মধ্যে যদি সামান্য ঈমান থেকে থাকে তাহলে কমেন্টে আমিন লেখুন দ্বারা কি বুঝায়! আপনি কমেন্ট করলেন না এর মানে কি দাড়ায় যে আপনার মধ্যে একটু ঈমান নেই ৷
যদি ঈমানদার হয়ে থাকেন তাহলে কমেন্টে আমিন লেখুন এখন কি পোষ্টদাতার কাছে আপনার ঈমানের পরিচয় দিতে হবে যে আপনি ঈমানদার ৷
অনেক সময় পর্ণোস্টার দের ছবি দিয়ে ক্যপসন ঝুলিয়ে দেয় হিজাবী বোনটার জন্য কয়টি লাইক হবে ৷
আফছোছ সেখানে মুসলমানদের সমাবেশ ভালোই গড়ে উঠে আর পোষ্ট দাতাও নতুন করে ধর্ম নিয়ে পোষ্ট দেয় ৷
একবার লক্ষ্য করুন যারা এই সব পোষ্ট দেয় তারা অমুসলিম মুসলিম পরিচয়ে একটা ফেসবুক একাউন্ট খুলে শুরু করে দেয় ইসলাম ধর্মকে অবমাননার কাজ ৷
এই এভাবে লাইক,কমেন্ট, শেয়ার করে গড় উঠছে ধর্ম ব্যবসা ৷
ধর্মকে অবমাননাই তাদের উদ্দেশ্য ৷
আমি এটিকে ধর্ম ব্যবসা বলতেই পারি যেখানে ধর্মের নামে চলে লাইক,কমেন্ট,শেয়ার ৷
অনেক প্যাচাল করলাম ৷
আশাকরি বুঝাতে পেরেছি ৷
ভালো থাকবেন সবাই ৷
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০১