প্রথমে একাউন্ট সেটিং(setting) এ যান ৷ তারপর একাউন্ট সেটিং থেকে প্রাইভেসি (Privacy) অপশন দেখতে পাবেন [লাল দাগ দিয়ে চিহ্নিত করা] এবং প্রাইভেসি (Privacy) অপশনে ক্লিক করুন ৷
প্রাইভেসি (Privacy) এ ক্লিক করলে ভিতরে Include Public as an option in your audience selector? [লাল দাগ দিয়ে চিহ্নিত করা] অপশন দেখতে পাবেন ৷ এখন Include Public as an option in your audience selector? অপশনটিতে ক্লিক করুন ৷ Include Public as an option in your audience অপশনটিতে ক্লিক করলে ভিতরে একটি অপশন পাবেন [লাল দাগ দিয়ে চিহ্নিত করা] ৷ এখন বরো করে Include Public as an option in your audience লেখা সহ এর নিচে Allow Posting to Public বাটনে ক্লিক করুন [লাল দাগ দিয়ে চিহ্নিত করা] ৷ ব্যাস হয়ে গেলো এখন আপনি public পোস্ট দিতে পারবেন ৷
.
.
.
যদি আপনি সর্বজনীন (Public) পোস্ট দেয়ার জন্য বয়স বেশি দিয়ে থাকেন কিন্তু এখন বয়স কম দিতে চান কিন্তু পারছেন না তাহলে এই লিঙ্কে ক্লিক করে বয়স পরিবর্তন করতে পারবেন ৷
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৮