বিশুদ্ধ জীবনের প্রাপ্তিতে হলাম আদিম পিরামিড
যোগ আর যৌগের ব্যবধানে বিপরীত ধারাপাত
প্রত্যাশার ফাগুনের অনল হয় নিঃশেষে বিভাজ্য
তাল আর লয়ের ব্যবধানে রচিত হয় মহাগীত
আকারের প্রকরণে হয় জীবনের যৌগিক যোগ
মহাকাব্যিক যুগ ছেড়ে কঠিন গদ্যের আগমনে
মহাপুরুষের পদধ্বনি জোড়বিজোড় পূরণ ভাগে
প্রোথিত জীবনের দুরন্ত স্বপ্ন হয় ধূসর অবসান
ছন্দ নয় পতনের তালে তালে নিমজ্জিত চরণ
বিবেকও যেখানে নুয়ে পড়ে কাঙ্খিত কঙ্কালে