মোহনার খুব ভয় লাগছে। যে খেলায় সে মেতে উঠতে যাচ্ছে, এ খেলার শেষ কোথায়? মোহনার পারবে তো নিজের মনকে শক্ত করে রাখতে? হয়তোবা মোহনার কষ্ট হবে, তার পরও মোহনা কে পারতেই হবে, হাসানের ভালোর জন্য। দীর্ঘ ১৪ বছর ধরে হাসানের মনে মোহনার জন্য যে আকর্ষণ জন্ম নিয়েছে সেটাকে হত্যা করতে হলে আগে সেই আকর্ষন টা মেটাতে হবে। মোহনা সিদ্ধান্ত নিল, হাসান যেভাবে চায় সেভাবেই ওর সাথে মিশবে। এভাবে ওর কাছে যেয়ে ওকে বুঝাবে।
ওদের দুজনের এখন অনেক ভাব। হাসান সারাদিন মোহনাকে sms করে, ফোন করে। ওরা অনেক গল্প করে। ২ জনের ঝগড়াও হয় মাঝে মাঝে, আবার মিল হয়ে যায়। হাসান মোহনা কে পুতুলমনি বলে ডাকে। মোহনার কষ্ট হলেও হাসানের সব পাগলামি কে মোহনা মেনে নেয়ার চেষ্টা করে। কিন্তু মোহনার একটাই উদ্দেশ্য। প্রতি মুহুর্ত হাসানকে বোঝানোর চেষ্টা করে, জীবন টা অনেক সুন্দর, কারো জন্য কিছু থেমে থাকে না, মোহনা কখনোই হাসানের হতে পারবে না, হাসানের ভালবাসা নিতান্তই পাগলামি ছাড়া আর কিছু নয়। কিন্তু না, হাসানের যুক্তির কাছে মোহনা বার বারই হার মেনে যায়। তার পরও মোহনা হার মানে না। মোহনা কে পারতেই হবে। প্রতি রাতে হাসান আর মোহনা অনলাইনে কথা বলে। রাতে কথা বলতে বলতে ঘুমায়।
হাসান মোহনার মায়ের সাথে, ছোট ভাই অমিতের সাথেও কথা বলে। মোহনাদের পরিবারের অনেক কাছে আসতে চায় হাসান। মোহনার মাও হাসানকে অনেক আপন করে নেন। মোহনাও হাসানের মা, ছোট বোন তুলির সাথে কথা বলে। ওদের সবার সাথে অনেক আন্তরিকতা গড়ে উঠে।
হাসান সারাক্ষন মোহনাকে হাসানের ভালবাসার কথা শোনায়, ১৪ বছর ধরে মোহনা কে কিভাবে ভালোবেসেছে, সেই গল্প শোনায়। কথা গুলো যত শোনে মোহনার অপরাধবোধ ততোই প্রবল হতে থাকে, কষ্ট টা বাড়তেই থাকে। সব কষ্ট মেনে নিয়ে মোহনা হাসানের কথা শোনে, হাসানের সাথে থাকে সারাদিন ফোনে, sms এ আর অনলাইনে। মোহনা ভাবে, হাসান হয়তো বা ভাল আছে। হাসানকে সুখী দেখতে মোহনার অনেক ভাল লাগে। আর মোহনা? নিজের কথা ভাবতে ভুলেই গেছে সে। হাসান সিগারেট খেত বিরতিহীন ভাবে। কেউ তার সিগারেট ছাড়াতে পারে নি। একদিন মোহনা হাসানকে বলে, "ছি, সিগারেটের গন্ধ আমার একদম সহ্য হয় না। তুমি আমার সাথে যখন কথা বলবা, তখন সিগারেট খাবা না, আমি ফোনের মধ্যে দিয়েও গন্ধ পাই।"
এটা বলার পর থেকে হাসান সিগারেট খাওয়া ছেড়ে দেয়,
"তুমি যতদিন আমার সাথে থাকবে, আমি সিগারেট ছুবো না।"
হাসান: tতুমি আমার কাছে যা চাইবে সব দিব, কিন্তু শধু তোমার জন্য।....
মোহনা: সত্যি দিবেতো?
হাসান: হুমম, সেই চাওয়া শুধু তোমার জন্য হতে হবে।
মোহনা: আমি আমার জন্যই চাইব। পরে আবার বলবে না তো, দিবেনা?
হাসান: but এমন কিছু চাইবেনা, যেটা আমি দিতে পারবো না, আর তুমি জানো সেটা কি।
মোহনা: উহুম, দিতে পারবে। আমি তোমার কাছে আমার সুখ চাই, দিবে? only for me
হাসান: কিভাবে সেটা? এটা চাওয়া হলো না,
don b confused......lol, বলো কি করতে হবে?
মোহনা: I will be happy when I will see you happy like others..... in your conjugal life, would u give me that??
হাসান: i m happy what i m.....i ll not b happy when i m not me....when i m out of myself, so if u wanna see me happy...anyway....let me b what i m। n u know what i m,whats inside me....n that ll make me happy....: now tell me why do u think i should go away from u......give me a reason...that ll do...i donno,may b i m hurting u in some ways...don tell me that i ve to marry someone,that ll make u happy....i ve realized-somehow my existance made u....i donno....but if so,i ve told u.....কারন তোমার সাথে দেখা না হলেও আমি আমার মত থাকতাম but আমি হ্য়ত বা তোমাকে তোমার মত থাকতে দিচ্ছি না। is it so...so,কেন আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বলবা? আমি তো কারো কনো ক্ষতি করছি না।
তুমি বলো, কেন আমাকে তোমার জীবন থেকে সরে যেতে বলছ বা কেন সরে যেতে চাইছ? আমি তো কিছু চাইনি তোমার কাছে, just say me once....then just see......ami ki korte pari?believe me...u wont see my shadow in ur happy life.........
মোহনা: u will never realize.... u are hurting someone....
ভালবেসে যদি সুখ নাহি, তবে কেন মিছে ভালবাসা?
হাসান: আমি আমাকে কাউকে ভালো বাসতে বলি নি, but আমার ভালোবাসায় অনেক সুখ আছে।.....so, এটা মিছে না।
now i ll say..."u ll never realize"......hah........
তুমি বললে না কিন্তু, আমার খুব জানতে ইচ্ছে করে, কেন ছেড়ে যেতে চাইছ?
মোহনা: I can only say, I am committed with some one and I will have to go ....
হাসান: lol...thats the point...এটা বলতে এত সময় লাগলো? congrates........
yes..i m also committed to someone.....but i don ve to go....she is always with me...lol.....pray for us also.....ahhahaha, i m happy..really i m.....i m not feeling any thing wrong.....everything is ok....আর এ জন্যই বললাম, don think abt me.....
আমি তোমাকে ভালবাসি....and this is not a sin.....আমি যদি কখনো আমার ধর্মে এক মুহূর্তের জন্যও বিশ্বাস করে থাকি, এক মুহূর্তের জন্যও যদি আমি ধার্মিক হয়ে থাকি, তাঁর কথা মেনে, তাঁকে সাক্ষী করে বলছি, ........i only love u.....n i ll only lov u....there ll b none in my life without u.........only u.....শুধু তোমাকেই ভালোবাসি, আর শুধু তোমাকেই ভালোবাসবো, যা ইচ্ছা বলতে পারো।.
মোহনা: I have no existance.... then কাকে ভালবাসো?
হাসান, তোমাকেই ভালবাসি, if u dont exist.....i m nothing........deadbody......
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:২৪