মোহনা: হাসান, তুমি আমাকে ভুলে যাও
হাসান: অসম্ভব। কেন তুমি ভুলে যেতে বলছ?
মোহনা: I can't give u anything
হাসান: I don't require
মোহনা: তাহলে?
হাসান: আমি আমার সবটুকু ভালবাসা দিয়ে তোমাকে ভালবেসেছি। একদিন, দুদিনে নয়, ১৪ বছর ধরে আমি তোমাকে ভালবেসেছি। তুমি তোমার শেষ চিঠিতে লিখেছিলে, আকাশে যখন চাঁদ উঠবে, তুমি একপাশে তাকিয়ে থাকবে, আর অন্যপাশে আমি। তুমি জান? আমি এই ১৪ বছরে রাতের পর রাত চাঁদ দেখে কাটিয়ে দিয়েছি? তুমি যদি আমার কাছে জানতে চাও, কোন রাতে কখন চাঁদ উঠবে, কতক্ষন থাকবে, আমি তোমাকে সব বলে দিতে পারব। এই ১৪ বছর ধরে আমি একই স্বপ্ন বার বার দেখেছি, তুমি আর আমি, ২ জনই খুব ছোট, স্কুল ড্রেস পরা, হাত ধরে একটা রাস্তায় হাটছি। আমি জানি না, কত হাজার বার আমি এই স্বপ্ন দেখেছি। তুমি মুক্তাগাছা থেকে চলে যাওয়ার পর, তোমাকে নিয়ে আমার বন্ধুদের সাথে আমার কত মারামারি হয়েছে। তুমি তো এর কিছুই জান না। তোমাকে আর একটা কথা বলি, যেদিন আব্বু মারা যাওয়ার কথা জানতে পারি, সেদিন আমি এই কথা শোনার সাথে সাথে সেন্সলেস হয়ে যাই। আমার আর কিছু মনে নেই। যখন সেন্স ফিরে আসে, দেখি বাসায় অনেক লোক। তাদের সবার মাঝে আমি তোমাকে খুজছিলাম। ভেবেছিলাম, তুমি আছো। আব্বু মারা যাবার পর, আমি সারা রাত রাস্তায় হেটে বেড়াতাম, কোথায় যেতাম, কেউ জানত না। আমাকে কেউ খুজে পেত না। তখন তো বেশি বড় হই নি। এইট, নাইন এ পড়ি। আমি গভির রাতে গোরস্থানে যেয়ে আব্বুর কবরের পাশে বসে কাদতাম, বলতাম, আব্বু, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? মোহনা কেন আমাকে ছেড়ে চলে গেল?
আমি জানতাম, হ্য়তো কখনো তোমার সাথে আমার দেখা হবে না। তার পরও আমি তোমাকে ভালবেসেছি। বাস্তবে তোমাকে আমি নাইবা পেলাম, আমার কল্পণাতে আমি তোমাকে পাবো। আমার আর কিচ্ছু চাই না।
মোহনা নিস্তব্ধ হয়ে হাসানের কথা গুলো শুনছে আর নিরবে ঝরে যাচ্ছে মোহনার চোখের জল।
--------------------------------------
মোহনার ঘুম আসছেনা। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। কেন এমন হল? হাসান ওর জন্য ১৪ বছর অপেক্ষা করছে? কেন? এমন তো কিছু কথা ছিলনা ১৪ বছর আগে। তাহলে কেন হাসানের এই পথ চেয়ে থাকা? কেন এভাবে পাগোলের মত খুজে বেড়ান? উহ: মোহনা কিছু ভাবতে পারছে না। মোহনার পক্ষে কোন ভাবেই সম্ভব না হাসানের কাছে যাওয়া। তাহলে মোহনার এখন কি করা উচিৎ? সবথেকে ভাল হয়,হাসানের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়া। কারন, হাসনের সাথে যোগাযোগ করলে হাসানেরই ক্ষতি। মোহনা চায় না জেনে শুনে হাসানের কোন ক্ষতি করতে। মোহনা হাসানকে মেইল করল,
tumi amai bole dao, ami ki korbo? I want to see you happy....
ekdin ami tomai bolecilam, "dont forget me". mone ache. but ekhon tomar kache amar ekta e request, pls pls and pls... forget me. ami tomake happy dekhte chai. if u keep contact with me, u will never be able to forget me. so....... pls. dont communicate with me and forget me. I want to help u. bolo, amai ki korte hobe? ami ki korle tumi amake vule jabe? pls, tomar shob koshto gulo amai die dao, tar por o tumi valo thako, normal life lead koro. kolponar jogote boshobash kora jae na........
tumi jodi emon koro, ami amar shara jibon eo amake khoma korte pabo na. tumi jano na, ami nijer kache koto ta choto hoe gechi. amar nije ke onek oporadhi mone hosche, tumi bujhbe na, ami koto ta koshto passi... shudhu etuku mone rekho, tumi joto ta koshto pabe tar theke onek onek beshi koshto pabo ami. tomar life er shob durghotonar jonno ami dayee. tumi bolo. ami kivabe amar nije ke khoma kore dibo??
tumi jodi amake ektu o feel koro thako, then, pls nije valo theko. then, vabbe ami o valo thakbo. Allah jodi amai bolten, tomar life er ekta wish puron kore dea hobe, ami wish kortam tumi valo thako.
Pls forgive me and forget me..... pls pls
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৫৫