পুরাতন স্মৃতি ধরে রাখতে আমরা কত কি-ই না করি। আমার কাছে জীবনের সংজ্ঞাই হলো ফেলে আসা সেইসব স্মৃতি। তাই জ্ঞান হওয়ার পর থেকে কিছুই আমি হারিয়ে যেতে দিইনি। আমার আঁকা সর্বপ্রথম ছবি থেকে শুরু করে স্কুল ইউনিফর্ম, আইডি কার্ড সবই রেখেছি যত্ন করে। স্মৃতি ধরে রাখতে নিয়মিত ডায়েরী লিখে গিয়েছি দিনের পর দিন। তবে জ্ঞান হবার আগের স্মৃতিটুকু-ও জানতে খুব ইচ্ছে করে। তখন তো আর ডিজিটাল ক্যামেরার প্রচলন ছিল না, তাই অত অত ছবি/ভিডিও নেই আমাদের। তবে আমার বাবারও আমার মতো কিছুটা স্মৃতি ধরে রাখার নেশা ছিল বিধায় আমাদের প্রচুর ভিডিও হয়েছিল ফিতার ক্যাসেটে। ভাড়া বাড়িতে থাকতাম তখন, তাই প্রতিবার বাড়ি বদলানোর সময় কিছু কিছু জিনিষ হারিয়ে যেত। এভাবে প্রায় অর্ধেকের বেশি ক্যাসেট-ই হারিয়ে যায়। বাকি অর্ধেক-ও নষ্টের পথে। সেগুলো তখন আগে-পিছে চিন্তা না করে ভাঙ্গারীর কাছে বিক্রি করে দেয়া হয়েছিল। তখনো আমি খুব ছোট... ৮টাকা কেজি দরে স্মৃতিগুলো সব হারিয়ে গেল ছাই রঙের ঐ ফিতাগুলোতে...
একটু জ্ঞান হবার পর আমি একদিন সিদ্ধান্ত নিলাম অসম্ভব হলেও চেষ্টা করব সেই ক্যাসেট খুঁজে পেতে। কে জানে হয়তো এখনো কোনোটি পরে আছে ভাঙ্গারীর দোকানের পুরোনো স্তূপে... এসবের মাঝে আমার আরো এক নেশা তৈরি হলো। পুরনো যেকোন ভিডিও-ই আমি সংগ্রহ করতে শুরু করলাম। যেকনো পরিবাবের ভিডিও, বাচ্চার খাওয়া, গুটি গুটি পায়ে প্রথম স্কুলে যাওয়া...দেখার সময় মনে হয় যেন আমিও ওখানে আছি ওদেরই জীবনের একজন হয়ে... অদ্ভুত এই শখ পূরণ করতে বেশ কষ্ট। বাংলাদেশে এ ধরনের পুরনো কিছু পাওয়া যায় না বললেই চলে। তাই সকলের কাছে সাহায্য চাচ্ছি। যদি আপনাদের কাছে কোনো এ ধরনের লিংক/ তথ্য থাকে যে কোথাও গেলে আমি এ ধরনের ফিতার ভিডিও ক্যাসেট (পুরাতন ও ব্যবহৃত) পাওয়া যাবে তাহলে দয়া করে সাহায্য করবেন। অগ্রিম ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা।
এ সংক্রান্ত যেকোনো যোগাযোগ : [email protected]
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৪