অনেক দিন ধরে ভাবছি সামু নিয়ে কিছু লিখব । অনেকের কাছে হয়ত ভাল নাও লাগতে পারে । কিন্তু নিজের দায়বদ্ধটা থেকে লিখছি । কারন এটাই আমার প্রথম ব্লগ । অনেক ভালবাসি এই ব্লগটাকে । যদি এডমিনের দৃষ্টি আকর্ষণ করতে পাড়ি তবে আমার লেখাটা কিছুটা সার্থক হবে । প্রত্যেক টা ব্লগ এর কিছু উদ্দেশ্য ক্যাটাগরি থাকা উচিত যেমন ধর্ম বিষয়ে লেখা গুলো এক জায়গায় , সমসাময়িক বিষয় গুলো এক জায়গায় , উপন্যাস কবিতা গুলর জন্য আলাদা পেজ থাকবে তবে ভাল হয় । আর একটা বিষয় খেয়াল রাখা উচিত আমি মনে করি টা হল কোয়ালিটি । কিন্তু এখানে ক্যানটিটির দিকে বেশি গুরুত্ব দেওয়া হয় লেখা হইলি পোস্ট । এতে করে অনেক ভাল লেখাও সহজে প্রথম পেজ থেকে কিছুক্ষণ পর বাদ পরে যায় আর লেখক নিরুৎসাহিত হয় আর পাঠক বিরক্ত হয় । একজন মোডারেটর থাকলে ভাল হয় জিনি লেখা গুলো ভেরিফাই করবেন যেমন মুক্ত মনা সহ নামী দামি ব্লগ গুলতে করা হয় । এতো বেশি পোস্ট দেওয়া হয় যার ভিউ ইয়ার অনেক কম । কিন্তু এর চেয়ে যদি কম কিন্তু ভাল লেখা গুলো পোস্ট করা হতো তবে অনেক বেশি লোক পড়ত । এবং পাঠক রা ও অনেক খুশি হত । ব্লগ গুলো আমরা পরি মুক্ত চিন্তা প্রকাশ বা বিকাশের জন্য । কিন্তু ইদানিং অনেক লেখায় দেখি ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে বা দরবেশ শরীফ বা মাজারের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে । নিচে মোবাইল নম্বার ও তারা দিয়ে দিচ্ছে । এটা কি কোন কিছু হল । কাল যে কেউ কার প্রোডাক্ট এর বিজ্ঞাপন বা জামাকাপড়ের বিজ্ঞাপন দিবে না তার কি গ্রান্তি আছে ?
আর বেশি লিখে কাউকে বিরক্ত করতে চাইনা । শুধু একটাই অনুরধ এডমিনের কাছে যদি সম্ভাব হয় তবে এই বিষয় গুলো খেয়াল রাখবেন কারন এইতা না করলে হয়ত আপনার হাবিজাবি অনেক লেখক এ পেজ ভরে যাবে আর ভাল লেখকরা অন্য কোন ব্লগ এ যুক্ত হবে । এতে হরে হয়ত সাময়িক ভাবে সামু লাভ হলেও এর প্রভাব পরবে শুদুরপ্রসারী কারন ভাল লেখা না পেয়ে আস্তে আস্তে পাঠক হারিয়ে যাবে ।
আমার লেখায় কেউ কষ্ট বা আঘাত পেয়ে আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি । শুভকামনা রইল সবার প্রতি ।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫১