“দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দু’পা ফেলিয়া
একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু।“
কবির কন্ঠে কন্ঠ মিলিয়ে বলতেই হয় হাজার ডলার খরচ করে আমরা ঘুরতে যাই দেশ থেকে অনেক দূরে।কিন্তু ঘরের কাছেই যে কতো সুন্দর সুন্দর জায়গা আছে তা যেন পরখ করে একবারো দেখতে চাই না।বান্দরবন,নিলগিড়ি,কক্সবাজার ছাড়াও আমাদের দেশের বুক জুড়ে আছে শত শত দর্শনীয়।আর পর্যটন বিচিত্রার কাজই হচ্ছে সেই সব দর্শনীয় স্থান গুলোকে সবার সাথে পরিচিত করে দেওয়া।আরো একটি বড় দায়িত্ব আমরা পালন করছি-যে সব স্থানে পুরনো ভাস্কর্য ক্ষতির সম্মুখীন হচ্ছে তা সংশ্লীষ্ঠ সকলের কাছে তুলে ধরা যেন সেগুলো দ্রুত মেরামতের কাজে সরকার এগিয়ে আসে।
সব চেয়ে বড় কথা ,এই তথ্যগুলো আপনাদের মাধ্যমেই পর্যটন বিচিত্রা তুলে ধরবে।তাই খুব শীঘই লেখা পাঠান এইসব বিষয়ে-
১।পর্যটন স্পট
২।পুরাকীর্তির খোঁজ
৩।সংরক্ষন সম্পর্কে চিঠি
৪।হোটেল সম্পর্কে তথ্য
৫।ভ্রমন বিষয়ক বইয়ের পরিচিতি
৬।বিভিন্ন ইভেন্টের খবর
আগামী ২০ তারিখের মধ্যে এই সংখ্যার জন্য লেখা পাঠান এই ঠিকানায়[email protected]
আহবায়ক
রোদেলা নীলা
নির্বাহী সম্পাদক
পর্যটন বিচিত্রা
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৫