ঘুরাঘুরি করা আমার পুরনো অভ্যেস।চান্স পাইলেই এইখানে তো ওইখানে,দেশের মধ্যেই চিপা চাপি যা আছে তা দেখতে বাহির হইয়া যাই।এই ঘুরতে ঘুরতেই একদিন Mohiuddin Helal ভাইয়ের সাথে দেখা।তার গ্রীন হলিডে অফিসে আমার যাতায়াত তা প্রায় এক বছর,এই ট্যুরিস্ট অফিসে বসলেই মনে হয় , ভাই এক খানা ভিসা ধরায় দিয়া বলবেন-যান,একটু সিঙ্গাপুর ঘুরে আসেন।আসলে ভ্রমণ নামক কঠিন বিষয়টাকে তিনি এতোটাই সহজলভ্য করে দিয়েছেন,সত্যি অবাক হতে হয়।দেশে কি দেশের বাইরে তার বিরাট প্লান করা আছে।কে কিভাবে থাকবে,কিভাবে যাবে আবার কোন হোটেলে থাকবে সব কিছুই গোছানো।আরো বেশি চমতকৃত হয়েছি এই দেখে যে এমন একজন ব্যবসায়ী মানুষ পর্যটনের উপর আকর্ষনীয় ম্যাগাজিন প্রতি মাসেই প্রকাশ করছেন তাই দেখে।আগে জানতাম যারা সাংবাদিকতা করে কাগজ পত্র বুঝি তাদের চালানোর কথা।এখন দেখছি আমার মতোন ম্যাথমেটিশিয়ান এই রাস্তা ধরে ফেললো।ভাইরাস ভাই কঠিন ভাইরাস।
এই কঠিন ভাইরাসে যখন আমি এতোটা আক্রান্ত,সে ক্ষেত্রে বন্ধুদেরতো একটু জ্বালাইতেই হয়।
যারা কিছু দিন আগেও চমৎকার চোখ কাড়া জায়গা থেকে ঘুরে এসেছেন সেই সম্পর্কে লিখেন।লিখতে পারেন ভ্রমণ অভিজ্ঞতা,ভ্রমন টিপস ,খানা পিনার জায়গা,ঘুমানোর হোটেল এমন কি পর্যটন সম্পর্কিত ফিচার।আর যারা দেশের বাইরে থাকেন তারাতো আরো ভালো ভাবেই তাদের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন।আসছে শীত সংখ্যায় সেই লেভেলের আকর্ষনীয় লেখা চাই।চাই সেইরাম ছবি,সো ফটোগ্রাফার ভাই -বোনরা তৈরি থাকেন।লেখা পাঠানোর ঠিকানা[email protected]
নির্বাচিত লেখক দের অবশ্যই ইনামী আছে।
আমাদের পেইজ লাইক দিয়ে সবসময় আপডেট থাকেন--view this link
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩