১/ দশতলা দালানের উপর থেকে লাফ দেয়ার পর তাকে আরো একবার দেখতে ইচ্ছে করলো।
২/ প্রশ্ন করা হলো – তুমি কি হিন্দু না মুসলমান?
উত্তর এলো – স্যার, আমি ক্ষুধার্ত।
৩/ শিক্ষকঃ নাটক কাকে বলে?
ছাত্রঃ রোজ রাতে বাপি মদ খেয়ে এসে যখন মা কে মারে আর মা কান্না করতে থাকে তখন বাপি তাকে নাটক বলে।
৪/ হাঁটতে হাঁটতে একদিন হঠাৎ সৃষ্টিকর্তার সাথে মানুষের দেখা হয়ে গেল। দেখা হতেই দুজনেই চিৎকার করে উঠলঃ আমার সৃষ্টিকর্তা!!
৫/ পরিচিত কণ্ঠে বললামঃ হ্যালো!
ততোধিক পরিচিত কণ্ঠে উত্তর এলোঃ রং নাম্বার!
৬/ কি হবে যদি মৃত্যুর পর সৃষ্টিকর্তা তোমায় দেখে হেসে প্রশ্ন করেঃ কি, স্বর্গ কেমন দেখে এলে?
৭/ মোবাইলে মেসেজ টাইপ করলো- তুমি কেন আমাকে বিশ্বাস করো না? তারপর সে মেসেজটি দুই জনের কাছেই পাঠিয়ে দিল।
৮/ অবশেষে তারা সুখে শান্তিতে চিরকাল বসবাস করতে লাগলো- একে অন্যকে ছাড়া!!
৯/ যুদ্ধে গিয়েছিল সৈনিক বাবা আর ফেরত আসলো কিনা তার একটি শার্ট!
১০/ উপহার দিব ভেবে এক তোড়া গোলাপ কিনে দেখি আমার সাথে থাকা চাবি দিয়ে ঘরের তালা খুলছে না!
১১/ ঘুমের বড়িগুলো আরো একবার তুলে রাখলাম।
১২/ আমি চাইনা সত্যিই একজন ইঞ্জিনিয়ার হতে কিন্তু সত্যিই আমি চাইনা আমার পিতামাতা আমাকে ব্যর্থ দেখুক।
১৩/ মেয়েটি কিছুই চায়নি, ছেলেটিকে ছাড়া- ছেলেটি মেয়েটিকে সবকিছুই দিয়েছিল, নিজেকে ছাড়া।
১৪/ সবথেকে ছোট্ট কফিনটিই সব থেকে বেশি ভারি হয়।
১৫/ আমি সুযোগ ছেড়ে ছিয়েছিলাম কারণ আমি ভীত ছিলাম আর আমি এখন ভীত এই ভেবে যে আমি হয়ত আর কখনো সুযোগই পাব না।
সবগুলোই ইন্টারনেট থেকে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২১