>>আমরা বাঁচার জন্য খাই নাকি খাওয়ার জন্য বাঁচি? আর যে মানুষগুলো একটি বেলা সামান্য কিছু ভালো খাবার আশায় নিজের অমূল্য প্রাণ দিয়ে আসলো তাদের পরিবারগুলোর দিনের পর দিনের, প্রতি বেলার খাবার এখন কে যোগাবে?
>>২,২০০ কোটি টাকার আলু নষ্ট। ২০ কোটি জনসংখ্যার দেশে মাথা পিছু ক্ষতির পরিমাণ কত??
>>একজন মাত্র ব্যাক্তি আত্মসাৎ করেছে ৩ হাজার ৪৯৩ কোটি ৪৩ লাখ টাকা। আসলেই কি একজন মাত্র ব্যাক্তি জড়িত?? আচ্ছা, একজন মানুষের সারা জীবনে খুব খুব এবং খুব ভাল ভাবে বেঁচে থাকতে কত টাকা প্রয়োজন??
>>একটি সরল অঙ্কঃ ১ কেজি চাল ৬০ টাকা, ১ কেজি ডাল ১০০ টাকা, এক কেজি লবণ ৫০ টাকা, এক কেজি পিঁয়াজ ১৩০ টাকা, ১ কেজি তেল ১০৫ টাকা। ৫ সদস্য বিশিষ্ট একটি পরিবারের একবেলার খাবারের খরচ কত?
>>বিবিধ কারণ দেখিয়ে হকারদের উচ্ছেদের সময় কেউ কি একবার ভেবে দেখে যে, এই যে হকারটিকে উচ্ছেদ করছি সে যদি হকার না হয়ে একজন ছিনতাইকারী হতো অথবা মাদকদ্রব্য ব্যবসায়ী হতো তাহলে কি করার থাকত? কিংবা উচ্ছেদের সময় তার পণ্যগুলো রাস্তায় ছুঁড়ে ফেলার সময় এই কথা কি কারো মাথায় আসে যে, এই যে পণ্যগুলো ছুঁড়ে ফেলা হচ্ছে এগুলো কারো বাপের টাকায় কেনা নয়, সেই হকারটির অনেক কষ্টের পয়সা থেকে কেনা??
>>‘’ভালো আছি’’ এই মিথ্যাটি আপনি দিনে কয়বার বলেন?
>>জাতিকে মেধাশূন্য করার পাকি নীল নকশা এখন বাস্তবায়ন করা হচ্ছে কার প্রয়োজনে? Is there anyone who can understand the difference between ‘’ Well Trained’’ and ‘’Well Educated’’?
>>এদেশে বর্তমানে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা কত আর প্রতিদিন কতজন রোগী মারা যাচ্ছেন তার কোনো সরকারি হিসাব আছে কি?? গত কয়েক বছরে এত পরিমান ক্যান্সার রোগী দেখেছি আর মারা যাওয়ার কথা শুনেছি যে এখন আমার ভয়ই লাগে কখন এই রোগ এদেশে মহামারী আকারে দেখা দেয়।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১