এয়ারটেল ব্যবহার করছি আজ প্রায় দু বছর হতে চলল (অবশ্য নিয়েছিলাম ওয়ারিদ, হয়ে গেল এয়ারটেল)। ওয়ারিদ এয়ারটেল হওয়ার পর চরম বিরক্তিকর নেটওয়ার্ক, কল ড্রপ, সাউন্ড ক্ল্যারিটি এইসব নিয়ে মাথা খারাপ হওয়ার মত অবস্থা। কিন্তু কিছু কই নাই। ব্রান্ড লয়াল থেকেছি সব সময়। কিন্তু এয়ারটেল এর নতুন অ্যাড ' নো হিডেন চার্জ' দেখে এই পোস্টটি না দিয়ে পারলাম না। খুলেই বলি ব্যাপারটা।
আগেও অনেকবার খেয়াল করেছি, তারপর ও একটা ঘটনার কথা বলি। আমার এক বন্ধুকে (FNF নাম্বার) কল করার করার সময় আমার ব্যালান্স ছিল ৪০.৩০ পয়সা। ২৫ সেকেন্ড কথা বলার পর নোটিফিকেশন আসলো আমার কাছ থেকে ১৭ পয়সা কাটা হয়েছে(FNF নাম্বার এ পার মিনিট চার্জ করা হয় ৩৩ পয়সা, ৩০ সেকেন্ড পালসে সে হিসেবে কাটার কথা ১৬ পয়সা, যাই হোক সে একপয়সা মাফকরে দিলাম)। ১৭ পয়সা কাটার পরে ব্যালান্স চেক করে দেখি...আমার বর্তমান ব্যালান্স ৪০.১২ পয়সা। কিন্তু আমার ব্যালান্স থাকার কথা ছিল (৪০.৩০-০.১৭)= ৪০.১৩ পয়সা। আমার ০১ পয়সা গেল কই। এই এক পয়সা আসলে এয়ারটেল খেয়ে ফেলসে...আর আমাদেরকে বলেও নাই।
বলতে পারেন, এই এক পয়সা নিয়ে এত ক্যাচর ক্যাচর করার কি আছে? ব্যাপরটা একটু খতিয়ে দেখলে আপনিও তাজ্জব বনে যাবেন।
বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ৬.৫কোটির মত। যার মধ্যে ১,২০,০০,০০০ এয়ারটেল এর গ্রাহক। ধরে নেয়া যাক এই ১,২০,০০,০০০ গ্রাহকের ৫০% অর্থ্যাৎ ৬০,০০,০০০ জন এয়ারটেল সিম বন্ধ রাখেন বিভিন্ন কারনে। বাকি ৬০,০০,০০০ গ্রাহকের ৫০% অর্থ্যাৎ ৩০,০০,০০০আবার ভীষণ রকমের কিপ্টা, তাদের শুধু ইনকামিং হয়। বাকি ৩০,০০,০০০ গ্রাহকের ৫০% অর্থ্যাৎ ১৫,০০,০০০জন গড়ে সারাক্ষণ কথা বলেন। এইবার তাহলে হিসাব করে নে্যা যাক।
১৫,০০,০০০ গ্রাহকের কাছ থেকে বিনা হিসেবে ০১ পয়সা কাটলে পার মিনিটে এয়ারটেল এর ইনকাম হয় (১৫,০০,০০০*০.০১)= ১৫০০০ টাকা।
এক ঘন্টায় হয় (১৫০০০*৬০)=৯ লক্ষ টাকা।
একদিনে বা ২৪ ঘন্টায় হয় (৯০০০০০*২৪)= ২কোটি ১৬ লক্ষ টাকা
৩০ দিনে হয় (২১৬০০০০০*৩০)= ৬৪ কোটি ৮০ লক্ষ টাকা।
১২মাসে হয় (৬৪৮০০০০০০*১২)=7776000000 টাকা
কি মনে হচ্ছে এখন? পুরাটাই চুরি। এর অন্তত ১০% ও যদি সরকারের ট্যাক্স পাওনা হয়, তবে সরকার কে দিতে হতো (7776000000*১০%)= ৭৭কোটি ৬০ লক্ষ টাকা।
কি? মাথা হ্যাং হয়ে গেছে। এত কিছু খাওয়ার পরও যদি বলে নো হিডেন চার্জ...তাহলে বলতে ইচ্ছা করে " আর কি খাবি? পুরা বাংলাদেশ খাওয়ার মতলব নিয়া আসছস?'
(রিপোস্ট)
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০১