: হ্যালো, কি খবর?
:হুমম..ভাল, তোমার কি অবস্থা?
: মনটা একটু খারাপ, তুমিও কাছে নেই-সময় কাটছে না...আমার জন্য একটা কাজ করবা?
: বলেই দেখ না...এই প্রথম আমাকে কিছু করতে বলছ-আর আমি করব না?
:তুমি আজ বাংকল(বাবা+আংকেল) কে জড়িয়ে ধরে বাবা দিবস এর wish করতে পারবা? বলতে পারবা-"আব্বু-You are the best'?
: পারব- কিন্তু তাতে কি হবে?
: সবাই তো আর সেই কপাল নিয়ে আসে না
: তুমি কি আব্বুকে খুব মিস করছ?
:হুমম।
:আমার আব্বুকে আমাদের দু'জনের পক্ষ থেকেই wish করে দিবো।
যখনি একটু স্বাভাবিক হলাম - তখনি আবার তার ফোন।
: জানো- আব্বুকে wish করলাম, আমাকে অনেক আদর করছে.......তোমার কথা মনে পড়ছে....কষ্ট লাগছিল।
:হুমম।
:আমার আব্বুকে তোমার আব্বু ভাবতে পারোনা?
:পারি....(পরিস্থিতি একটু হালকা করা দরকার), তাই বলেই তো বাংকেলর চেক বইটা ও নিজের মনে হ্য়....বাবার ভাগ না নিতে পারি...এমনকি তুমি না হলেও খুব একটা প্রবলেম নেই... কিন্তু ওটা থেকে অধিকার হারাতে চাইনা....হা হা হা
:হি হি হি....ওরে শয়তান.....আগে তো আমাকে পাও...পরে ঐসব হবে।
হঠাৎ দরজায় টোকার আওয়াজ....
:এ্যাই ...রাখি....আব্বু ডাকছে।
:তোমার বাপের কি আর খাইয়া দাইয়া আর কাম নাই? খালি ডাকাডাকি করে? এই আমার 'শালার বাপ' টা যে কি জ্বালায়! যাও ভাগো।
এই বাপগুলা খালি আজাইরা প্যাচাল পাড়ে....ত্যাক্ত করা ছাড়া আর কোন কাম নাই......
কিন্তু মনের মাঝে হঠাৎ জেগে উঠল শুন্যতা....কই আমার দরজায় তো কড়া নড়ে না.....কেউ তো আমাকে জড়িয়ে ধরে আদর করে না.....রোজ সকালে বিছানার পাশে বসে চুল এলোমেলো করে ঘুম ভাঙ্গিয়ে দেয় না আর বলে না- "উঠে পড়্ আব্বু'......কেন? কেন-এমন হয়?
আমার ও তো জড়িয়ে ধরে বলতে ইচ্ছা -' বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি"
Miss You আব্বু...শুনতে পাচ্ছতো?