জীবনের গুরত্বপূর্ণ প্লাটফর্মে দাঁড়িয়ে
আজ আমি একলা যাত্রী হয়ে,
অপেক্ষায় আছি।
কখন আসবে সৌভাগ্যের ট্রেন
আনন্দের হইসেল বাজিয়ে,
ঘুড়িয়ে ফিরিয়ে কু ঝিক ঝিক শব্দে।
অনেক ক্লান্তি জমে গেছে
অবসন্ন শরীর নিয়ে বসে আছি,
তন্দ্রার প্রকোপে মাঝে মাঝেই যেন
পড়ে যাই যাই অবস্থা।
যা পেয়েছিলাম তার কিছুই নেইনি
দিয়ে গেলাম ইট, কাঠ, লোহা আর
পাথরের প্রলেপ দেয়া শহরে।
শকুনর মতো শিল্পপতিরা
আমাদের জীবনী শক্তির বিনীময়ে
ব্যবসা করছে শত কোটি মুনাফা।
আমাদের মেধা, সৃষ্টিশীল কর্ম
পরিকল্পনার সবটাই যেন
ভাটা পড়ে গেছে
প্রয়োজনের তাগিধে।।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮