-আচ্ছা পঙ্কজ! তুমি প্রথম আমায় ভালোবেসেছিলে কবে তোমার মনে পড়ে?
-যেদিন প্রথম দেখেছিলাম তোমাকে,
তুমি বাতায়ন খুলে বসেছিলে আর উন্মাদ বাতাস তোমার স্নিগ্ধ খোলা চুলে ঢেউ খেলেছিল,
আমি বিমুগ্ধ হয়ে তাকিয়েছিলাম তোমার পানে।
-তুমি এত সুন্দর কথা কিভাবে বলতে পারো পঙ্কজ?
-তোমাকে দেখার পর,
তোমার প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের মত আমার কন্ঠধ্বনি হয়েছে আরও বেশি সুদৃঢ়, আরও বেশি সুন্দর।
-যাহ্ মিথ্যুক।
-নীলা! তোমার শরীরের গন্ধ আমার প্রিয়, তোমার চুল যখন আমার চোয়াল ছুঁয়ে যায় নিজেকে হারিয়ে ফেলি, আর............
-আর...? আর কি?
-তোমার নগ্ন বুকে যখন মুখ গুঁজি,
মনেহয় বার বার মরে যাই আমি।
-নির্লজ্জ কোথাকার!
-তোমাকে ভালোবেসে যদি নির্লজ্জ হই তাতে ক্ষতি কি?
-যদি বাঁধা আসে?
-সকল অন্ধকার পদদলিত করে ছুটে যাব তোমাতে,
তোমার নিমগ্নতায় কাঁটিয়ে দেব বছর, যুগ কিংবা শতাব্দী,
দিক-দিগন্ত তন্নতন্ন করে খুঁজে নেব তোমায়।
-থাক হয়েছে।
তোমার উষ্ণ বুক ফেলে কোথায় যাব আমি?
তুমি আমায় নিবিড় করে রেখ তোমার বাহুদ্বয়ের আলিঙ্গনে।
ছবিঃ ইন্টারনেট
উৎসর্গঃ সহব্লগার রিপি আপুনি।
হায়দ্রাবাদের বিরিয়ানি দেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:০০