সোনিয়া (ছদ্মনাম ব্যাবহার করার প্রয়োজনীয়তাবোধ করলাম না)। বয়স ২২ কি ২৩ হবে। মেকআপের আড়ালে চেহারা ঠিকমতো বুঝে উঠতে না পারলেও ওর হাত আর পায়ের গড়ন দেখে আন্দাজ করতে পেরেছিলাম সোনিয়া দেখতে বেশ সুন্দরী। পেশায় একজন যৌনকর্মী। ওর সাথে আমার পরিচয় হয়েছিল শাহাবাগে হোটেল রূপসী বাংলা হোটেলের বিপরীতে সাকুরা বাঁরে। প্রতিদিন সন্ধায় সোনিয়া এখানে আসে খদ্দেরের সন্ধানে।
এটুকু পড়ে অনেকেই ছিঃ ছিঃ করছেন আর মনে মনে আওড়াচ্ছেন, "কি খারাপ ছেলে রে বাবা। বাঁরে গিয়ে মদ ফদ খায় আর খানকি নিয়ে মজ মাস্তি করে" তাইনা? দেখুন আমি নিছক কারণবসত সেখানে গিয়েছি তবে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে আমার সারা জীবন মনে রাখব। যাইহোক সামনে আগাই.............
সময়টা ২০১৪ সালের অক্টোবর মাস। তারিখ ঠিক মনে নেই। জুঁই (আমার পুরানো প্রেমিকা) এর সাথে সদ্য সম্পর্কচ্ছেদ হয়েছে আমার। প্রথমদিকে বিষয়টা আমি কোনভাবেই মেনে নিতে পারিনি। খুব হতাশ ছিলাম তাই বাংলা সিনেমার হিরো জসিম ইস্টাইলে সাকুরা বাঁরে মদ খেতে গিয়েছিলাম। সেদিন সোনিয়া আমায় কাছে ডেকেছিল।
বেশ কিছুক্ষণ কথাবলে মনে হয়েছিল ও কোনভাবেই পতিতা হতে পারেনা। একটা বিষয় কি জানেন? সোনিয়ার সাথে পরিচয়ের পূর্বে আমি খানকি আর যৌনকর্মীর মধ্যে পার্থক্য বুঝতাম না। ওই আমাকে চোখে আঙ্গুল দিয়ে এই পার্থক্য দেখিয়েছে। আমি সোনিয়ার পড়াশুনা কতদূর এই প্রশ্নে সে যা উত্তর দিয়েছে শুনে হতবাক হয়ে কয়েক মুহূর্ত তাকিয়েছিলাম ওর দিকে। মেট্রিকে এ প্লাস পাওয়া মেয়েটির যৌন পেশায় নামার কারণ জিজ্ঞেস না করে থাকতে পারিনি।
"আমার বাবা এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিক্সা চালাতেন। এসএসসি দেবার কদিন বাদে আমার রিক্সাচালক বাবা মারা যান। বাবার খুব ইচ্ছা ছিল তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। আমি বাবার ইচ্ছা পূরণে ছিলাম অটুট। সংসারে বাবা ছাড়া উপার্জনের কেউ ছিলনা। বাবা মারা যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছিলাম। একটা টিউশানি জুটেছিল বটে তবে ছাত্রীর বাবার লোলুপ দৃষ্টি আমাকে প্রতিনিয়ত ধর্ষণ করে চলেছে। বেশিদিন করা হয়নি টিউশানি টা। পরে অন্যত্র কয়েকটা টিউশান পেলেও বেতন এত কম ছিল যে, সংসারের খরচ চালিয়ে আমার পড়াশুনা চালিয়ে যেতে পারছিলাম না।
বৃত্তির জন্য কয়েকটা প্রতিষ্ঠানে আবেদন করলেও ভাগ্য এতোটাই খারাপ ছিল যে একটাও হয়নি। আসলে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো যে পদ্ধতিতে বৃত্তি দেয় তাতে যারা প্রকৃতপক্ষে বৃত্তি পাবার মত তারা কতটুকু পায় সেটা নিয়েও প্রশ্ন হয় আমার।
উপায় না দেখে আমার পাশের বস্তিতে থাকা মিনা বুবু কে বলেছিলাম একটা কাজের খোঁজ দিতে। মিনা বুবু যৌনকর্মী ছিল তাই তার উপরমহলের অনেকের সাথে পরিচয় ছিল। মিনা বুবু আমাকে এই পেশায় আসার জন্য অফার করেন। প্রথমে রাজী হইনি। পরে সংসারের খরচ আর নিজের পড়াশুনার খরচ জোগাড় করতে ব্যর্থ হয়ে অনিচ্ছায় নেমে গেলাম যৌন পেশায়। পড়াশুনার ইতি ঘটেছিল সেই ক্ষণে।"
সোনিয়ার চোখ টলটল করছে। আমি হা করে ওর চোখের দিকে তাকিয়ে আছি।
"জানেন বাবার স্বপ্ন পুরন করতে পারিনি আমি। এখন তো বাবার কবরের সামনে যেতে লজ্জা হয়। বাবা প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করে তোর পড়াশুনা কেমন চলছে মা? আমি বাক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকি। মনে মনে কিছু একটা উত্তর খুঁজি কিন্তু কিছুতেই উত্তর মেলে না।"
যৌনপেশায় সোনিয়ার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করেছিলাম আমি। ওর উত্তর ছিল এমন, "প্রথমদিকে খুব কষ্ট হত। খুব ব্যাথা পেতাম। কিন্তু খদ্দের কোনভাবেই আমার ব্যাথা বুঝতে চাইত না। সহ্য না করে চিৎকার করতে উঠতাম মাঝে মাঝে আর ঠিক তখন খদ্দের খানকি, মাগী, বেশ্যা আরও কত কি বলে গালি দিত। কিছুই বলতে পারতাম না আমি। আমাকে যে ওরা কাজের জন্য টাকা দিয়ে কিনে নিত।
তবে খানকি-বেশ্যা আর যৌনকর্মীর মধ্যে যে বিস্তর পার্থক্য এরা কোনভাবেই এটা বুঝতে চায়না। টাকার বিনিময়ে যেকোনো কাজ করাই পেশা।
আমরা যৌনকর্মী। এটা আমাদের পেশা। আমার মনেহয় এই পেশার আইনগত বৈধতা দেওয়াটা জরুরী। তবে এক্ষেত্রে সরকার বয়সের নিয়ম করে দিতে পারে। কিছু কিছু নিয়মের মধ্যে যৌন পেশার বৈধতা হলে আমার মনে হয়না দেশের ক্ষতি হতে পারে বরং উপকারই বেশি হবে।"
যৌনপেশার বৈধতায় কি সুবিধা এই প্রশ্নের উত্তরে সোনিয়া যুক্তি দিয়ে আমায় বোঝাতে সচেষ্ট হয়। তার মতে,
"দেখুন বাংলাদেশে কিন্তু প্রতিনিয়ত নারীরা "সেক্সচুয়াল হ্যারেজমেন্ট" এর মদ্ধ দিয়ে যাচ্ছে। বাসা-বাড়ির কাজের বুয়া থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি কর্মক্ষেত্রেও নারীরা নিরাপদ নয়। শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণীদ্বারা নারীরা ধর্ষণ কিংবা অপহরন হচ্ছে। সরকার যত পদক্ষেপ নিচ্ছে তার দ্বিগুণ পরিমাণে ধর্ষণ-নির্যাতন বেড়ে চলেছে। এজন্য আমি পুরুষসমাজকে কোনভাবেই দায়ী করিনা। কারণ কামনা সবার মধ্যেই আছে। আপনি যতই সভা-সেমিনার করে গণসচেতনতা বাড়াতে সচেষ্ট হন না কেন আপনার মধ্যেও কিন্তু কামনার বাস। আপনার কামনা তখনি কেবল থাকবে না যখন আপনি চাইলেই কামনা মেটানোর সঙ্গী পাবেন। আমরা যৌনকর্মীরা কিছুটা হলেও চেষ্টা করি মানুষকে সাময়িক সুখ দেবার। এতে করে যারা আমাদের কাছে আসে তারা কিছুটা হলেও এই ঘৃণ্য কাজ থেকে দূরে থাকে কারণ তাঁদের যৌন চাহিদা মেটানোর প্রয়োজন হলেই আমাদের কাছে আসতে পারে। এজন্য বাইরের জগতে তার যৌনতা মেটানোর খুব একটা দরকার হয়না।"
আমি প্রশ্ন করেছিলাম, "তুমি তো অভাবের জন্য এই পথে এসেছ। তাহলে তোমার কি মনে হয়না যে যৌন পেশার বৈধতা দিলে অনেক দরিদ্র ঘরের মেয়েরা অনিচ্ছায় এই পেশার সঙ্গে যুক্ত হবে?"
সোনিয়া হাসতে হাসতে, "আপনার কি মনে হয় শুধুমাত্র অভাবের জন্য আমরা মেয়েরা এই পেশায় আসি? আমি বা আমার মত কিছু সংখ্যক মেয়ে আছে যারা নিছক অভাবের জন্য যৌনতাকে পেশা হিসেবে নিয়েছে। তবে আমি যতদূর দেখেছি তাতে আমাদের চেয়ে ধনীশ্রেণী এই পেশায় এগিয়ে। এখন তো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অনেক সুন্দরী রমণীও এই পেশাকে সানন্দে বেছে নিয়েছে।"
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছিলাম সোনিয়ার কাছে। প্রতিউত্তরে বলেছে, "আমি টুকটাক লেখালেখি করি। তবে অধিকাংশ লেখাই আমাদের পেশা সম্পর্কিত। জানিনা কখনো প্রকাশ করতে পারব কি না তবে কোন একসময় এটা নিয়ে আন্দোলন করব আমি। উন্নত দেশগুলোর মত বাংলাদেশে যৌন পেশাকে বৈধতা দেওয়া খুব জরুরী। সরকার আমাদের পুনর্বাসনের জন্য সাময়িক যে নাটকীয়তা করছে তা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। সরকারী পুনর্বাসনে আমরা হয়তো কিছুদিন কোনমতে খেয়ে পরে থাকতে পারি তবে এই প্রক্রিয়া একটি ক্ষণস্থায়ী মাধ্যম। একটা সময় আমাদের দুর্বিষহ জীবন যাপন করতে হয়।"
সোনিয়ার কাছে অনেক বিষয়ে জেনেছি। সামান্য নেতিবাচক দিক থাকলেও ইতিবাচকতা বেশি মনে হয়েছে। ওর সাথে হয়তো আর দেখা হবেনা আমার। তবে আমি নিজেকে সোনিয়ার আন্দোলনের বিরুদ্ধে নিতে পারব না। হয়তো আমার সেই ক্ষমতা কোন কালেই হবেনা।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২০