ধরে নিলাম দেশে শান্তি-শৃঙ্খলা খুব সুন্দরভাবে বজায় রাখতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। কিন্তু একটা প্রশ্ন বার বার মনে উঁকি দিচ্ছে আমার। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা ১৫ আগস্ট পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করতে গোপালগঞ্জ যাচ্ছেন।
এখন প্রশ্ন হল দেশের শৃঙ্খলা যদি বজায় থাকে তাহলে পৈতৃক ভিটায় জেতে কেন আমাদের প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তার প্রয়োজন হবে? তাহলে কি প্রধানমন্ত্রী নিজেই দেশের শান্তি-শৃঙ্খলা নিয়ে সংশয়ে আছেন? জন্মভূমি/পৈতৃকভিটায় যেতে যেদেশের প্রধানমন্ত্রী বিশেষ নিরাপত্তা গ্রহণ করেন সে দেশের প্রধানমন্ত্রী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করবেন সেটাই ভাবার বিষয়।
হয়ত প্রধানমন্ত্রী আমার মত নিকৃষ্ট মানবের এই লেখাটি পড়ে দেখার মত সময় বা সুযোগ কোনটাই পাবেন না তবুও আপনাকে উদ্দেশ্য করেই বলছি আপনার আপনালয়ের আশেপাশে সকলেই আপনার প্রতিবেশী। সেখানের মানুষগুলোর মধ্যে কেউ কেউ আপনার দাদা-দাদি, চাচা-চাচি অথবা ভাই-বোন অন্যথায় আপনি নিজে কারো না কারো দাদি, মেয়ে অথবা বোন। তাই আমার মনেহয় আত্মীয়-স্বজনের নিকট যেতে বিশেষ নিরাপত্তা লাগেনা।
আপনার যদি দেশের শান্তি-শৃঙ্খলা নিয়ে পূর্ণ আস্থা থাকে তাহলে বিশেষ নিরাপত্তা ছাড়াই ঘুরে আসতে পারেন। পক্ষান্তরে যদি নিরাপত্তাই একান্ত আবশ্যক হয় তাহলে গদি ছেড়ে সরে আসুন। যে ব্যক্তি নিজের নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত না সে কিভাবে আমাদের নিরাপত্তা দিবে?
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৬