সম্পর্ক শব্দের সঠিক কোন সংজ্ঞা আমার জানা নেই। তবে বিভিন্ন মানুষের আচার আচরণ দেখে সম্পর্ককে নানাবিধ সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছি আমি। তবে আমার নিজস্ব ধ্যান-ধারণায় সম্পর্কের সংজ্ঞাটা বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী একটু ভিন্ন।
আমি বিস্মিত হই যখন কাউকে গভীরভাবে আপনজন ভাবতে শুরু করি পক্ষান্তরে সে নিদারুণ মৌখিকতার উপর ভর করে নানান কর্ম সাধন করিয়ে নেয়।
কোন ব্যাপার না! আধুনিকতার ছোঁয়া যত লাগবে সমাজ এবং সম্পর্কের সংজ্ঞা ততই পরিবর্তিত হবে এটাই স্বাভাবিক।
এমন অনেক সময় গেছে কোন বন্ধু/বান্ধবীর প্রেমজ সম্পর্ক ভেঙ্গে গেলে তার নিঃসঙ্গতা ভোলানোর জন্য সর্বক্ষণ পাশে থেকে সাপোর্ট দিয়ে গেছি। একটা সময় লক্ষ্য করেছি এভাবে চলতে চলতে বন্ধু/বান্ধবীরা এক সময় যখন অন্যত্র সম্পর্ক স্থাপন করে তৎকালীন সময়ে এসে আমাকে তারা চিনতেই পারেনা। কোন ব্যাপার না। আমি কিছু মনে করিনা। কারন যেখানে তোদের সুখ-সমৃদ্ধি বিরাজ করছে সেখানে অনুপ্রবেশের কোন বাঞ্ছা আমার নেই রে!
দেখা গেছে অনেক সময় এমন হয়েছে কোন বান্ধবীর সাথে জীবনের সব অনুভুতি শেয়ার করেছি, সেও করেছে। কথার ফাঁকে ফাঁকে পারস্পারিক যৌনালাপ হয়েছে দুজনের বহুবার। কিন্তু নতুন সম্পর্ক সুখের স্বর্গলাভপ্রসুত সেই বান্ধবীটি সেসব দিনের কথা ভুলে গেছে। ভুলে গেছে বললে ভুল হবে, হয়তো নতুনত্বের আগমনে ভুলতে বাধ্য হয়েছে সে।
আমার কাছে সম্পর্কের অর্থটা একটু ভিন্নভাবে বিরাজমান।
কোন বন্ধু যদি আমায় ভুলে অন্যত্র মনোনিবেশ করে আমি সরাসরি না পারলেও কোন না কোন মাধ্যমে তার খবর ঠিকই রাখি।
পুরনো প্রেমিকা এবং তার বর্তমান প্রেমিক উভয়ের সাথেই মজ-মাস্তি করি আমি। একটুও খারাপ লাগেনা। গভীর বন্ধুত্বের সুতোয় বেঁধে ফেলেছি ওদের।
আমি আমার সব সম্পর্কগুলো সেলমেট বা আত্মার সম্পর্ক হিসেবে দেখি। বিশেষ পরিস্থিতিতে বাবা বা পরিবারের অন্য কারো সাথে রাগারাগি হলে ১/২ দিন কথা না বলে থাকতে দম আটকে আসে আমার। কিন্তু রাগারাগি ছাড়া ওদের সাথে কথা না বলে বহুদিন অতিবাহিত করতে পারি কারন ওরা তো সর্বক্ষণ আমার মনের মদ্ধে থাকে।
আমার সম্পর্কের বেড়াজাল ভেঙ্গে যারা বেরিয়ে যেতে চলেছে বা বেরিয়ে গেছে সময়ের স্রোতে তাঁদের বলছি, জীবনে চলার পথে যদি কখনো মনে হয় আমার দ্বারা কোন ছোট প্রকার হলেও উপকার হবে তাহলে নির্দ্বিধায় বলে দিও। আমি সম্মুখ-পশ্চাৎ দৃষ্টি না দিয়ে আমার সর্বস্ব দিয়ে তোমার পাশে দাঁড়াব। কারন আমি তোমাদের ভালোবাসি। আত্মা দিয়ে ভালোবাসি।