চোখেরও যে একটা নিজস্ব ভাষা আছে
সেদিন তোর চোখে চোখ রেখেই প্রথম বুঝেছিলাম।
দুজনেই চুপচাপ কথা নেই
তবুও কত কথাই বলা হয়েছিল চোখে চোখে।
জোছনার মায়াবি নীল আলোয়
কত স্বপ্ন বিনিময়
কান পেতে শোনা হৃদপিন্ডের অস্থির স্পন্দন।
সেদিন তোর চোখের গভীর তারায় খুঁজে পেয়েছিলাম
আমার টুকরো টুকরো ছড়ানো ছিটানো এলোমেলেো এই আমিকে।
সেই চোখের দীপ্তি, অস্থিরতা
সোজা হৃদয় স্পর্শ করে হঠাৎ অনেক সাহসি করে তোলে আমাকে।
আমি পুরোনো সব ব্যথা ভুলে নীল কষ্টে পুড়িয়ে ফেলা অস্তিত্বকে
আবার কুড়িয়ে কুড়িয়ে জড়ো করে সমর্পন করি তোকে।
অতঃপর তোর চোখের নীল দর্পনেই খুঁজে পেয়েছিলাম আমার পুরো আমিকে,
আর খুঁজে পেয়েছিলাম আমার হারিয়ে যাওয়া ভালোবাসার ১০১ টা নীল পদ্ম কে।
রিপি
২০১৭-০১-১২
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:৫৫