" স্বপ্ন, শব্দ, ভাঙন "
'আকাশের বুকে চাপা অভিমান টা তখনো লেগে ছিল...
আমি ওর অভিমান উপেক্ষা করে নিজের ছায়ার দিকে তাকাই।
কি আশ্চর্য !
নিজের ছায়াও কি এতো অচেনা হয়?
বিশ্বাসের ভীত যখন শুন্যের কোঠায়
তখন নতুন করে এসব হিসেব নিকেষের আর কি বা আসে যায়।
তবুও ব্যাথা গুলো দলা পাকিয়ে বার বার কন্ঠরুদ্ধ করে দিচ্ছিলো।
কাঁপা কাঁপা গলায় শুধু বলেছিলাম-
"তবে তাই হোক, ভালো থেকো।"
তারপর বুকের পাঁজর ভেদ করে একটা গভীর দীর্ঘশ্বাস...
পুরনো ভোঁতা নীলকষ্ট,
ঝাঁপসা দৃষ্টি আর সমুদ্র সমান শুন্যতা নিয়ে
আকাশের দিকে তাকাই।
এই প্রথম অভিমানি আকাশের সাথে কোথায় যেন মিল খুঁজে পাই।
অভিমানি আকাশের বুক চিরে এখন ঝরছে নীলকান্নার হাহাকার
সেই নীলকান্নার তোড়ে ভিজে যাচ্ছি আমি
আর টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে
সযতনে তুলে রাখা স্বপ্নগুলো, শব্দগুলো।
:
:
:
রিপি
২৬-০৫-২০১৬
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ রাত ১০:০৫