থাক পুরাতন স্মৃতি
থাক ভূলে যাওয়া গীতি...
১.
সখি ভাবনা কাহারে বলে ?
সখি যাতনা কাহারে বলে ?
তোমরা যে বলো দিবস রজনী
ভালোবাসা ভালোবাসা
সখি ভালোবাসা কারে কয়?
সেকি কেবলি যাতনাময়।
:
:
:
:
২.
যদি তারে নাই চিনিগো সে কি
সে কি আমায় নেবে চিনে
এই নব ফাল্গুনের দিনে
জানিনে জানিনে।
:
:
:
:
৩.
কেটেছে একেলা বিরহের বেলা
আকাশ কুসুম চয়নে
সব পথ এসে মিলে গেলো শেষে
তোমার দুখানি নয়নে
নয়নে নয়নে।
:
:
:
:
৪.
আজি বিজন ঘরে
নিশীথ রাতে
আসবে যদি শুন্য হাতে
আমি তাইতে কি ভয় মানি
জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খানি।
:
:
৫.
তবু মনে রেখ...
তবু মনে রেখ...
যদি দূরে যাই চলে...।
তবু মনে রেখ..
যদি পুরাতন প্রেম
ঢাকা পরে যায়
নব প্রেম জালে
যদি থাকি কাছাকাছি
দেখিতে না পাও ছাঁয়ার মতন আছি না আছি
তবু মনে রেখ...।
:
:
৬.
আমার প্রাণের পরে চলে গেল কে
বসন্তের বাতাস টুকুর মতো
সে যে ছুঁয়ে গেলো নুয়ে গেলো রে
ফুল ফুটিয়ে গেল শত শত।
সে চলে গেল বলে গেল না
সে কোথায় গেল ফিরে এলো না।
:
:
৭।
দিবস রজনী, আমি যেন কার
আশায় আশায় থাকি।
তাই চমকিত মন,
চকিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি॥
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই,
সদা মনে হয় যদি দেখা পাই...
কে আসিছে' বলে চমকিয়ে চাই
কাননে ডাকিলে পাখি॥
জাগরণে তারে না দেখিতে পাই,
থাকি স্বপনের আশে..।
ঘুমের আড়ালে যদি ধরা দেয়,
বাঁধিব স্বপনপাশে।
এত ভালোবাসি,
এত যারে চাই,
মনে হয় না তো সে যে কাছে নাই...
যেন এ বাসনা ব্যাকুল আবেগে, তাহারে আনিবে ডাকি।
:
:
:
- পোস্টটা নিয়মিত আপডেট হবে। সময় পেলে ইচ্ছে আছে প্রতিটা গানের লিরিকস বাংলায় লেখার। রবিঠাকুর আমার প্রথম প্রেম...
- সবাই বলে "জন্ম, মৃত্যু, ভালোবাসা নাকি জীবনের অবিচ্ছেদ্য অংশ" । আমি বলি জন্ম, মৃত্যু,গান জীবনের অবিচ্ছেদ্য অংশ।
গান শুনুন। নিজে ভাল থাকুন আর অন্যকেও ভাল রাখুন।
সবাই কে নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা আর ভালোবাসা।
:
:
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩