এই যাবি তুই আমার সাথে?
অচীনপুরে ?
স্বপ্নগুলো যেথায় ভাসে
মেঘের খাজেঁ, নীলের ভাজেঁ।
সেই সেখানে, যেখানে তোর
কষ্ট গুলো রোদ্রৌ পুড়ে-
দুঃখ গুলো এক নিমিষে
হাওয়ার সাথে যাবেই উড়ে।
সেখানেতে নদীর পাড়ে অনেক আশা
বাধঁবো সেথায় দূজন মিলে ছোট্ট বাসা।
দূজন সেথায় কাজের ফাকেঁ
নদীর বাকেঁ-
বসবো পাশে নরম ঘাসে।
আলতো করে হাতটা ধরে বলবো তোরে
থাকবি তো তু্ই এমনি করে আমার হয়ে?
আবার আমায় শূন্য করে যাবিনা বল আর দূরে?
হঠাৎ যদি মেঘলা হাওয়ায় আচঁল উড়ে
দুচোখেতে কাজল পরে, বলবো তোরে
চলনা দূরে, ঐ সুদূরে
বনের পরে, মাঠের পরে, নদীর পরে
ঐ যেখানে সারাজীবন বৃষ্টি পড়ে।
ভিজবো সেদিন দূজন মিলে অনেক করে
বৃষ্টিজলে ঝাঁপসা সুরে-
যাবেই ধুয়ে
বুকে গাথাঁ
জমিয়ে রাখা সকল ব্যথা।
সাঝেঁর বেলায় জোৎস্নানীলে
দূজন মিলে
চন্দ্রজলে অচীনসুরে,
বাধঁবো আবার স্বপ্নকথায় নতুন আশা
তুই, আমি, আর আমাদের সেই ভালবাসা।
:
:
:
- কবিতার সেই জায়গাটা বাস্তবে হয়তো নেই। তবে সেই অচিনপুরে যাবার স্বপ্নটা নিয়েই চলে যেতে চাই পৃথিবী থেকে। কারন আমি জানি সেখানে পাপ নেই, হারাবার ভয় নেই, নেই একাকীত্বতার কঠিন অভিশাপ।
:
:
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৩০