একদিন ক্লান্তি এলে ভেবেছি তোমার বুকে বিছানা পাতবো
ভীষণ রকম মন খারাপে কোথাও ভেসে যাব দূরে, বহুদূরে
অথচ আমরা দূরে থাকি, পরস্পর থেকে পালিয়ে পালিয়ে
যেন দেখা হলে ভিজে যাব অবেলার বৃষ্টিপাতে, চুপচাপ
মাঝে মাঝে দেখা হওয়া ভালো, ডুব দেয়া যায় দৃষ্টির গভীরে
ভেজা-চোখে হাসা যায় অবলীলায়, অসুখে পীড়িত হয়েও
মাঝে মাঝে দেখা হোক, ভাবো আমি ভালো আছি-ভাববো তুমিও
কোথাও ক্ষরিত হলে, অগোচরে ঢেকে রাখি হাতের তালুতে
জল শুকিয়ে গেলেও শাদা পৃষ্ঠাজুড়ে কিছু দাগ রেখে যায়
শিরিশকাগজে ঘষে সে দাগ পেরেছে কেউ মুছে নিতে, কবে?
এর নাম প্রেম নয় ! না হোক বন্ধুতা, নামহীন বয়ে যাওয়া
যে নদীর নাম নেই থেমে গেছে সে কি বে-নামের গ্লানিতে!
আজো ভাবি একদিন ক্লান্তিহীন হেঁটে যাব পুরোটা শহর
খুব তৃষ্ণা পেয়ে গেলে খর-চোখে বলব আইসক্রিম খাব!
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ সকাল ৯:৪৫