বাসন্তিয়া ...
দ্যাখো বসন্ত এসেছে -
প্রাণে প্রাণে ভালোবাসার ফল্গুধারা-
নবজীবনের আজ সূচনা হবে কতশত !
কত হৃদয় আজ রাঙাবে রাধা চূড়ায় !
চোখে চোখে পলকে নিভৃতে-
কত স্বপ্ন দেখা আজ হবে সারা।
আচ্ছা বাসন্তিয়া !
তুমি কখনও আলতা পড়েছ-
কিম্বা রুপোর পায়েল ফর্সা ডান পায়ে?
শুভ্র ললাট মাঝে একটি গোলাপী টিপ?
অঙ্গে জড়িয়েছ কি বাসন্তী শাড়ি?
ঘন চুলের খোপায় ছোট্ট নীল গোলাপ-
বড় সাধ-দেখব বসন্ত তব দেহ-কিশলয়ে !
জানো বাসন্তিয়া -
জীবনের এই ছোট্ট প্রান্তরে
ভালোবাসার জন্যে আমি হয়েছিলাম বেদুইন
কত সকাল-সন্ধ্যা-রাত্রি আমি হেঁটেছি-
পাড়ি দিয়েছি অসহ্য অপেক্ষার দুস্তর মরু
ঝাপসা চোখের নির্বাক চাহনিতে-
অনন্ত ভালোবাসায় শিখা জ্বেলেছি অনির্বাণ ।
বাসন্তিয়া ....
আমার আছে ভালোবাসার ঝর্নাধারা-
নিজের কল্পলোকে গড়া আমার স্রোতস্বিনী -
সোনালী হাসের ছানারা সেখানে ভেসে বেড়ায়
তীরেই ফোটে তীব্র হাসনাহেনা-
ভালোবাসার আদিগন্ত বিস্তৃত মেঘমালা
সেথা ছড়ায় সুভাশিষ দিবাযামী ।
বাসন্তিয়া -
তুমি স্বপ্ন দেখতে জানো?
লাল স্বপ্ন-নীল স্বপ্ন ? - কিম্বা সাদাকালো?
জানো তাতে রং চরাতে ?
জানোনা?- তবে এসো,মেলে ধরো তব ক্যানভাসখানি-
বিশ্বাসের তুলি নেড়ে একে দেই বর্ণিল কিছু স্বপ্ন
হোকনা আমার ক্যানভাসেই বর্ণ এলোমেলো ।
আমি জানি বাসন্তিয়া-
ফেলে আসা পথের দূর্বিনীত স্মৃতিতে
তুমি আজো গোপন ক্রন্দসী
তোমার চোখ জুড়ে আজো দু:স্বপ্ন ;
এসো ঝেরে ফেলি শোকের চাদর
ধরো এই হাত, চলো হাঁটি তবে-
সমুখে বিশাল পথ এখনো বাকি !
যদি জানতে বাসন্তিয়া-
তুমি হলুদিয়া শাড়িতে সাজবে বলে
কি অসহ্য যন্ত্রনাই না আমি সয়েছি।
তোমার হাত ভরা কালো চুরির শব্দে
ভেঙ্গে চুরে একাকার হয়ে গেছে আমার সব
মুখ থুবড়ে পড়া স্বপ্নদের ধ্বংসস্তুপে
নিস্প্রাণ আমি দাঁড়িয়ে থেকেছি ।
জানো বাসন্তিয়া-
তোমার দেয়া কষ্টের রং
বড় বেশি গাঢ় !
তোমার ঠোঁটে অন্য কারো স্মৃতিচারণ
নির্মম শেল হয়ে বেধে-
তুমি নিথর স্মৃতির আনাগোনায়
আমার বুক জ্বলে হয় অঙ্গার।
সত্যি বাসন্তিয়া-
আমি আজ বড় ক্লান্ত -
যাযাবর এই জীবনের কাছে আজ আমি ফেরার
প্রয়োজন আজ একটু সুখ- আর একটু ভালোবাসার-
বলো তুমি দেবে কি -?
আমাকে হারাতে দিওনা বাসন্তিয়া ...
পিছুটানহীন বেদুইন গল্পের রচে দাও উপসংহার !
প্রিয়াসু বাসন্তিয়া !
চেয়ে দেখো-রক্ত প্রবাহে আজ ফাগুন এসেছে
কাটছে ঘোর অতীত অমানিশার।
বুকের গভীরে দস্যি জোয়ার আমার
তুমি এসো-অবগাহনে সিক্ত করো নিজেরে
তুমি ডুববে সেথায়-ভাসবো আমি,
অতলান্তিক ভালোবাসায় মিটাবো তব তৃষা !
আমার-শুধুই "আমার বাসন্তিয়া" -
যদি প্রবল বিশ্বাসে আঁকড়ে ধরো
যদি ভালো তুমি বাসো আমায়-
তবে বসন্ত ফোটাবো প্রতিদিন-
আমার বক্ষ-পৃথিবী দেবো তোমায়-
তুমি লুকোবে সেথায়-
অনন্ত ভালোবাসায় ।