এখনো মাঝে মাঝে বৈষয়িক বায়ুর ঘোর আচ্ছন্নতায় ভেসে ওঠে তোমার ছবি
প্রিয়তমেষু।
আগের জন্মে যখন এসেছিলে
আমি মুগ্ধ হয়েছিলাম তোমার আখির স্পন্দনে,
তুমি এখনো আসো আমি জানি,
কিন্তু এখন আর আমি মুগ্ধ হইনা,
মুগ্ধতার স্থলে আমাকে গ্রাস করে অদ্ভুত এক বিষন্নতা।
আমি তোমার চোখের তারায় অপলক চেয়ে রই,
সেখানে আজ আর প্রনের স্পন্দন নেই।
তোমার চোখে আজ বড্ড ফ্যাকাশে,
যেন গলে যাওয়া মৃত এক মানুষের ঢেউ।
গাছের ডালের ছোট্ট পাখি আকাশে ঘর বাধে দেশান্তরী হয়।
মানুষ সে একাই পড়ে রয়, কারন মানুষ পাখি নয়।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৯