অনেক খানি পথ পাড়ি দিয়ে আগন্তুক বুঝেছিল
তাকে আসলে কেউ ভালোবাসে নি।
পরিচিত অপরিচিত কেউ না,
যারাও বা বেসে ছিল; তারাও পরে আর বাসে নি।
এই তপ্ত পিচ ঢালা শহরে
ভালোবাসা যে কত সহজেই হজম হয়ে যায়
তা তার জানা ছিলনা।
সে বুঝেনি যে;
এখানে ভালোবাসা মানে কিছু খামখেয়ালি অনুভূতি;
আর নীল প্রতিশোধ।
এরপর অবশ্য আগন্তুক আর ভালোবাসা চায়ও নি।
অতঃপর, ইলেকট্রিসিটির তীব্র আলোয় ঝলসে যাওয়া
কোন নগরীতে হারিয়ে যাওয়া আগন্তুক ঠিকিই বু্ঝেছিল
কেউ কাউকে ভালবাসে না।
কেন বাসে না সে প্রশ্নের উত্তর তার জানা ছিল না;
হয়তো সে মানুষই ছিল না, তাই কেউ তাকে ভালোবাসে নি।
শুধু ভালোবেসে ছিল তারা খসে পড়া রাতের দমকা হাওয়া
বুক ভরা অক্সিজেন