ভাল্লাগেনা সকাল দুপুর, ভাল্লাগেনা রাত্রি
ভাল্লাগেনা সরু গলির আমি একা যাত্রী।
ভাল্লাগেনা ঢাকা শহর পিচ ধালা ওই পথ
ভাল্লাগেনা ভালো থাকার মিথ্যা শপথ।
ভাল্লাগেনা ফেলুদা আর ভাল্লাগেনা তোপসে
ভাল্লাগেনা মিসির আলি হঠাৎই চুপ সে।
ভাল্লাগেনা বাংলা ছবির বৃষ্টি ভাজা সিন
ভাল্লাগেনা বিল গেটস আর হাজী মহসিন।
ভাল্লাগেনা রিকশার বেল, ভাল্লাগেনা বাস
ভাল্লাগেনা তোমার ছবি,আমার সর্বনাশ!
ভাল্লাগেনা বিড়ির ধোঁয়ায় মোঘল সম্রাট হওয়া
ভাল্লাগেনা তোমার আকাশ বর্ষা দুপুর ছাওয়া।
ভাল্লাগেনা ললনাদের আড় চোখের ওই দৃষ্টি
ভাল্লাগেনা সৃষ্টি হওয়া হাজার অনাসৃষ্টি।
ভাল্লাগেনা বুকের বারুদ হচ্ছে ধীরে ড্যাম
ভাল্লাগেনা রাজপথের বিশাল বড় জ্যাম।
ভাল্লাগেনা ভাল্লাগেনা ভাল্লাগেনা কিছুই
ভাল্লাগেনা ভালো লাগা আগের অনেক কিছুই।