রাত্রিমানে বুকের মাঝে আবেগ নেওয়া পিছু,
রাত্রিমানে দীর্ঘশ্বাঃস আর তারা নিভু নিভু
রাত্রিমানে চেয়ার টেবিল ভাবনা অন্য কিছু,
রাত্রিমানে অবাক চোখে জন্ম নেওয়া কিছু।
রাত্রিমানে খাতা বালিশ আর নির্ঘুম দুই চোখ,
রাত্রিমানে নিকোটিন আর ধোয়ার সাথে ক্রোধ।
রাত্রিমানে প্রেমিকার আদর মাখা ছোঁয়া।
রাত্রিমানে দূর বালিকার না বলা সব কথা।
রাত্রিমানে ছাদের উপর আকাশপানে চাওয়া,
রাত্রিমানে ব্যার্থশত কবির জন্ম হওয়া।
রাত্রিমানে হেডফোন আর একলা থাকার গান,
রাত্রিমানে তোমার প্রতি আমার পিছুটান।
রাত্রিমানে না পাওয়া সব চাওয়ার নেওয়া পিছু
রাত্রি সে তো আসলেই অন্য রকম কিছু।।