কিছু ফুল ফোঁটার আগেই বিনষ্ট,
কিছু কথা বলার আগেই শেষ
কিছু ভালোবাসা শুধুই আজন্ম লালিত স্বপ্ন
কিছু স্বপ্ন তাই দেখার আগেই শেষ।
কিছু কবিতা লেখার আগেই বিমর্ষ
কিছু পৃষ্ঠা পূর্ণ করেও অপূর্ণ।
আজ তাই শুন্য পথ জুড়ে খেলা করে একাকিত্ব।
যেখানে ভালো থাকা কি শুধুই নিজের সাথে লুকোচুরি?
আমি জানি,আর জেনেশুনেই এ পথে এসেছি।
জেনেশুনে করা কোন অলাভজনক চুক্তির নাম কাব্য।
দুঃস্বপ্নের ঘোরটোপে মাঝরাতে চোখ দিয়ে গড়িয়ে পরা অশ্রুকেও মাঝেমাঝে
সমুদ্রের চেয়েও লবনাক্ত মনে হয়।
অথচ ও তো রাসায়নিক ক্রিয়া দ্বারা গড়ে ওঠা একটা বিন্দু মাত্র।
তাই মিত্রতা আজ তোমার সাথে কাব্য।
কিভাবে বুকে পাহাড় বাধতে হয় তা একমাত্র কাব্যই শিখায়
আবার কিভাবে মোমের আলোতে গলতে হয় তাও শিখায়।
কিছু কিছু গানের সুর থেকেও বেসুরো
কিছু কিছু বৃষ্টি আসি আসি করেও আর আসে না
যেমন খুব বেশি বেশি চাইলে তাকে আর পাওয়া যায় না
কিন্ত ওরা চলে যায় না,
ওরা আসে মাঝরাতে ভয়াবহ দুঃসপ্ন রূপে
যখন পাশে কেউ থাকে না, থাকে শুধু কবিতারা।
অথচ ছেলেটির চাওয়া খুব বেশি ছিল না।
শুধু ফুল হয়ে ফুটতে চেয়েছিল।
তাই সে আজ বিমর্ষ, ক্ষতবিক্ষত।
সে হাত পেতেছে কবিতার কাছে।
কিছু কিছু আগুন জ্বলার আগেই নিভে যায়
কিছু কিছু আগুন জ্বললে আর নিভে না।
যে আগুন তুমি জ্বলেছ আজ,
কিভাবে নেভাবে সে আগুন!!
তাই কবিতা, আজ তোমায় স্বাগতম।।