আমার জোছনা কি আজোও তোমার স্বপ্নে খেলা করে?
তুমি হয়তো ভুলেই গেছ সেই স্বপ্নের কথা,
যেই স্বপ্নে জোছনার আলোয় জোনাকি আলো জ্বালায়,
বৃষ্টির রাতে হাতে হাত রেখে এক সাথে দোলনায় দোল খাওয়া ,
কিংবা তীব্র শীতের রাতে এক চাদরের নিচে দৃপ্ত পদভরে এগিয়ে যাওয়া।
আজোও আমার স্বপ্নে জোছনা নামে,বৃষ্টি নামে,তীব্র শীতের রাত আসে,
স্বপ্নেরা কাব্য হয়ে এসে আমার স্বত্তাকে নাড়া দেয়।
তোমার স্বপ্নের তো সেই কবেই মৃত্যু হয়েছে,
সেই সাথে মৃত্যু হয়েছে তোমার স্বত্তার।
আমি জেগে আছি,
আমার স্বত্তা আর আমার স্বপ্নে সাথে।
কারণ আমার স্বত্তা আর স্বপ্নের মৃ্ত্যু নেই।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫২